সোনাকানিয়া ইউনিয়ন

সোনাকানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

সোনাকানিয়া
ইউনিয়ন
১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ
সোনাকানিয়া
বাংলাদেশে সোনাকানিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২′১৮″ উত্তর ৯২°১′৪৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যাননূর আহমদ
আয়তন
  মোট২৬.৫৩ কিমি (১০.২৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৮,০৭২
  জনঘনত্ব১১০০/কিমি (২৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৩.৩৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

সোনাকানিয়া ইউনিয়নের আয়তন ৬৫৫৫ একর (২৬.৫৩ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সোনাকানিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৮,০৭২ জন। এর মধ্যে পুরুষ ১৩,৪০৯ জন এবং মহিলা ১৪,৬৬৩ জন।[1]

অবস্থান ও সীমানা

সাতকানিয়া উপজেলার সর্ব-দক্ষিণে সোনাকানিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মাদার্শা ইউনিয়নসাতকানিয়া পৌরসভা; পূর্বে সাতকানিয়া ইউনিয়নলোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন; দক্ষিণে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নবড়হাতিয়া ইউনিয়ন এবং পশ্চিমে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন, বাঁশখালী পৌরসভাবাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সোনাকানিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৪টি মৌজা/গ্রামে বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • সোনাকানিয়া
  • ছোট হাতিয়া
  • সাইরতলী
  • গারাংগিয়া

[2]

শিক্ষা ব্যবস্থা

সোনাকানিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.৩৪%।[1] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • গারাংগিয়া উচ্চ বিদ্যালয়
  • গারাংগিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
  • মির্জাখীল উচ্চ বিদ্যালয়
  • মির্জাখীল অাদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

[3]

মাদ্রাসা
  • গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা
  • গারাংগিয়া ইসলামিয়া রাব্বানী মহিলা আলিম মাদ্রাসা
  • দক্ষিণ গারাংগিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
  • মির্জাখীল আনোয়ার-এ-রাহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
  • সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা

[4]

প্রাথমিক বিদ্যালয়
  • গারাংগিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গারাংগিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঙ্গলচাঁদ পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মির্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

সোনাকানিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক সাতকানিয়া-সোনাকানিয়া সড়ক ও বাঁশখালী-চুনতী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সোনাকানিয়া ইউনিয়নে ৫০টি মসজিদ, ৫টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।

খাল ও নদী

সোনাকানিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোনাকানিয়া সোনাইছড়ি খাল, গারাংগিয়া হাতিয়ার কূল খাল এবং গারাংগিয়া ডলু নদীর ছড়া।[6]

হাট-বাজার

সোনাকানিয়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হলো মির্জাখীল বাংলাবাজার।[7]

দর্শনীয় স্থান

  • মির্জাখীল দরবার শরীফ
  • গারাংগিয়া শাহ মজিদিয়া রশিদিয়া দরবার শরীফ
  • আজগর শাহ (রহ.) মাজার শরীফ
  • রৌশন শাহ (রহ.) মাজার শরীফ
  • মির্জাখীল চৌধুরী পাড়া দরবেশ শাহ মাজার
  • দক্ষিণ গারাংগিয়া আবদুল কাদির শাহ মাজার
  • সাইর তলী আলীশা প্রকল্প
  • ছোট হাতিয়া সোনাইছড়ি উপ-প্রকল্প
  • মনজিলের দরগাহচর মহরমের মেলা

[8]

কৃতী ব্যক্তিত্ব

  • শাহ মাওলানা আব্দুল মজিদ – ইসলামী ব্যক্তিত্ব।
  • শাহ মাওলানা আব্দুর রশিদ হামেদী ছিদ্দিকী – ইসলামী ব্যক্তিত্ব।

[9]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: নূর আহমদ[10]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ছিদ্দিক আহমদ চৌধুরী ১৯৭৪-১৯৭৫
০২ বেলায়েত আলী (ভারপ্রাপ্ত) ১৯৭৫-১৯৭৬
০৩ শামসুল ইসলাম চৌধুরী ১৯৭৬-১৯৭৭
০৪ এয়াকুব আলী চৌধুরী ১৯৭৭-১৯৮১
০৫ মোক্তার আহমদ (ভারপ্রাপ্ত) ১৯৮২-১৯৮৪
০৬ মোহাম্মদ ইসমাইল ১৯৮৫-১৯৮৮
০৭ ছৈয়দ আহমদ ১৯৮৮-১৯৯২
০৮ মোহাম্মদ আমজাদ হোসেন ১৯৯২-১৯৯৯
০৯ হাজী সোনা মিয়া (ভারপ্রাপ্ত) ১৯৯৯
১০ মোহাম্মদ শিবলী ২০০০-২০০৩
১১ ডাঃ নুরুল হক ২০০৩-২০০৭
১২ মাস্টার আবু তাহের (ভারপ্রাপ্ত) ২০০৭-২০১১
১৩ নূর আহমদ ২০১১-বর্তমান

[11]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "এক নজরে সোনাকানিয়া - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  3. "মাধ্যমিকবিদ্যালয় - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=26%5B%5D
  6. "খাল ও নদী - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  7. "হাট বাজারের তালিকা - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  8. "দর্শনীয়স্থান - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  9. "সোনাকানিয়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  10. "জনাব আলহাজ্ব নূর আহমদ - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd
  11. "সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যান বৃন্দঃ - সোনাকানিয়া ইউনিয়ন - সোনাকানিয়া ইউনিয়ন"sonakaniaup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.