মঘাদিয়া ইউনিয়ন

মঘাদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

মঘাদিয়া
ইউনিয়ন
১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ
মঘাদিয়া
বাংলাদেশে মঘাদিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′৩″ উত্তর ৯১°৩২′৫০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা
সরকার
  চেয়ারম্যানজাহাঙ্গীর হোসাইন
আয়তন
  মোট১৪.৮৮ কিমি (৫.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৭,৫৬০
  জনঘনত্ব২৫০০/কিমি (৬৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৮.১৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

মঘাদিয়া ইউনিয়নের আয়তন ৩৬৭৭ একর[1] (১৪.৮৮ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মঘাদিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৭,৫৬০ জন। এর মধ্যে পুরুষ ১৮,১৪২ জন এবং মহিলা ১৯,৪১৮ জন।[2]

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার মধ্যাংশে মঘাদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মিঠানালা ইউনিয়ন, পূর্বে মিঠানালা ইউনিয়নমীরসরাই পৌরসভা, দক্ষিণে মীরসরাই পৌরসভা ও এবং পশ্চিমে মীরসরাই পৌরসভামিঠানালা ইউনিয়ন

প্রশাসনিক কাঠামো

মঘাদিয়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি মধ্যম মঘাদিয়া ও কচুয়া -এ ২টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড তিনঘরিয়া টোলা
২নং ওয়ার্ড শেখটোলা, গজারিয়া, দরগাহপাড়া
৩নং ওয়ার্ড গাজীটোলা, সফিউল্লাপাড়া
৪নং ওয়ার্ড কচুয়া, শেখের তালুক
৫নং ওয়ার্ড খোরমাওয়ালা, সরকারটোলা, ভূঁইয়া তালুক
৬নং ওয়ার্ড মিয়াপাড়া, বণিকপাড়া, মহানন্দাবাদ
৭নং ওয়ার্ড হাসিমনগর, হাদিনগর, হিন্দুপাড়া
৮নং ওয়ার্ড জাফরাবাদ, কাজির তালুক
৯নং ওয়ার্ড বদিউল্লাপাড়া, বুজুর্গ উমেদ নগর, সামদীঘিরপাড়া, মাস্টারপাড়া, দাসপাড়া

[3]

ইতিহাস

মঘাদিয়া মিয়াপাড়া জমিদার বাড়ির লোকেরা তখন জমিদার বলে প্রখ্যাত ছিল। বিশেষ করে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে মঘাদিয়া জমিদার বাড়ীর লোকদের নাম ছিল। এছাড়াও, এই ইউনিয়নের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা বিভিন্ন পদে অধিষ্টিত রয়েছেন। এছাড়া অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন যাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থাপন করেছেন।[4]

শিক্ষা ব্যবস্থা

মঘাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১৬%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা

[2]

মাধ্যমিক বিদ্যালয়

[2]

প্রাথমিক বিদ্যালয়
  • আবু তোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কচুয়া মোসলেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজির তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোরমাওয়ালা হাজী নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাজীটোলা ডাঃ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তিনঘরিয়াটোলা আবু তাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বদিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া আঞ্জুমান নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাদিয়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সফিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

কিন্ডারগার্টেন
  • ভূঁইয়া একাডেমী
  • মডেল ইন্টারন্যাশনাল স্কুল

যোগাযোগ ব্যবস্থা

মঘাদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-মঘাদিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া এ ইউনিয়নে ২০ কিলোমিটার পাকা রাস্তা, ৮ কিলোমিটার আধা-পাকা রাস্তা ও ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।[2]

ধর্মীয় উপাসনালয়

মঘাদিয়া ইউনিয়নে ৩৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[2]

কৃষি

মোট জমির পরিমাণ ৪,৭১৭.২৯ একর। কৃষি কাজে ব্যবহৃত হয় ৪,২৭৫.০০ একর জমি এবং অকৃষি জমি ২১.৬২৫ একর।

খাল ও নদী

মঘাদিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খন্তাকাটা খাল।[6]

হাট-বাজার

মঘাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আবুতোরাব বাজার, ঠাকুরহাট, সাধুরহাট, মজুমদারহাট এবং সমিতিরহাট।[2]

দর্শনীয় স্থান

  • মঘাদিয়া জমিদার বাড়ি
  • শেখের তালুক শায়েস্তা খাঁ জামে মসজিদ
  • শায়েস্তা খাঁ দীঘি

[7]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জাহাঙ্গীর হোসাইন
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১সিরাজুল ইসলাম চৌধুরী

১৯৭৩-১৯৭৬

০২মোহাম্মদ ইদ্রিস মিয়া১৯৭৬-১৯৮৬
০৩কামাল উদ্দিন আহমেদ

১৯৮৬-১৯৯১

০৪মোহাম্মদ নুর নবী১৯৯১-১৯৯৬
০৫কামাল উদ্দিন আহমেদ

১৯৯৬-২০১১

০৬মোহাম্মদ শাহিনুল কাদের চৌধুরী২০১১-২০১৬
০৭জাহাঙ্গীর হোসাইন২০১৬-বর্তমান

[8]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.