শাকপুরা ইউনিয়ন

শাকপুরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

শাকপুরা
ইউনিয়ন
৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ
শাকপুরা
বাংলাদেশে শাকপুরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২১′৩৮″ উত্তর ৯১°৫৫′৮″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবোয়ালখালী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ আবদুল মান্নান মোনাফ
আয়তন
  মোট৮.৪৩ কিমি (৩.২৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩০,৩০০
  জনঘনত্ব৩৬০০/কিমি (৯৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭১.৮১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

শাকপুরা ইউনিয়নের আয়তন ২০৮২ একর (৮.৪৩ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী শাকপুরা ইউনিয়নের লোকসংখ্যা ৩০,৩০০ জন। এর মধ্যে পুরুষ ১৫,৭০৬ জন এবং মহিলা ১৪,৫৯৪ জন।[2]

অবস্থান ও সীমানা

বোয়ালখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে শাকপুরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এর পূর্বে সারোয়াতলী ইউনিয়ন, উত্তরে বোয়ালখালী পৌরসভা, পশ্চিমে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

শাকপুরা ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পশ্চিম শাকপুরা
  • মধ্যম শাকপুরা
  • পূর্ব শাকপুরা
  • ঘোষখীল

[2]

শিক্ষা ব্যবস্থা

শাকপুরা ইউনিয়নের সাক্ষরতার হার ৭১.৮১%।[1] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি ডিগ্রী কলেজ, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রী কলেজ

[3]

মাদ্রাসা
  • শাকপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা
  • পশ্চিম শাকপুরা তাজেদিয়া আমেনিয়া দাখিল মাদ্রাসা
  • শাকপুরা হযরত রাবেয়া বসরী মহিলা দাখিল মাদ্রাসা

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যাবিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়
  • শ্রী অরবিন্দ বালিকা উচ্চ বিদ্যালয়
  • হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়

[5]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • মাদার একাডেমী শ্রী অরবিন্দ মাতৃ মন্দির এন্ড কালচারাল সেন্টার

[6]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘোষখীল ফয়েজ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শাকপুরা আবদুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শাকপুরা কাজী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা দশভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা প্রবর্ত্তক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা সওদাগর বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাকপুরা হাজী রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্রী অরবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়

[7]

ধর্মীয় উপাসনালয়

শাকপুরা ইউনিয়নে ২২টি মসজিদ, ২টি ঈদগাহ, ২১টি মন্দির ও ৪টি প্যাগোডা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

শাকপুরা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল আরাকান সড়ক এবং গোমদণ্ডী-কানুনগোপাড়া সড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

শাকপুরা ইউনিয়নের সর্ব-পশ্চিমে সামান্য অংশে কর্ণফুলি নদী বয়ে চলেছে। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে রায়খালী খাল।[8]

হাট-বাজার

শাকপুরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গোলক মুন্সির হাট।[9]

দর্শনীয় স্থান

  • শ্রী শ্রী রাস বিহারী ধাম
  • এফএমসি শীপইয়ার্ড

[10]

কৃতী ব্যক্তিত্ব

  • ফজল কবির চৌধুরী – চট্টগ্রাম বেতার কেন্দ্র শিল্পী।
  • শ্রী চিন্ময় – মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক।

[11]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবদুল মান্নান মোনাফ[12]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ পুলিন চৌধুরী ১৯৬৯-১৯৭০
০২ আবুল কালাম (ভারপ্রাপ্ত) ১৯৭০-১৯৭২
০৩ আবদুল জব্বার ১৯৭৩-১৯৭৮
০৪ শেখ আহমদ ১৯৭৮-১৯৯২
০৫ সিরাজুল হক ১৯৯৩-১৯৯৫
০৬ আমিনুল হক ১৯৯৫-১৯৯৭
০৭ বাদল চন্দ্র দাশ ১৯৯৮-২০০৩
০৮ আবুল কালাম ২০০৩-২০০৬
০৯ শওকত আলী (ভারপ্রাপ্ত) ২০০৭-২০১১
১০ মোহাম্মদ আবদুল মান্নান মোনাফ ২০১১-বর্তমান

[13]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বোয়ালখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  3. "কলেজ - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  5. "মাধ্যমিকবিদ্যালয় - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  6. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41107&union=04%5B%5D
  8. "খাল ও নদী - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  9. "হাট বাজারের তালিকা - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd
  12. "পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা"
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - শাকপুরা ইউনিয়ন - শাকপুরা ইউনিয়ন"sakpuraup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.