পরৈকোড়া ইউনিয়ন
পরৈকোড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
পরৈকোড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পরৈকোড়া | |
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৫′৫৭″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | আনোয়ারা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মামুনুর রশীদ |
আয়তন | |
• মোট | ১৫.৯২ কিমি২ (৬.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,১২৭ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭৭ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
পরৈকোড়া ইউনিয়নের আয়তন ৩৯৩৫ একর (১৫.৯২ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১২৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৮৩৭ জন এবং মহিলা ৯,২৯০ জন।[2]
অবস্থান ও সীমানা
আনোয়ারা উপজেলার সর্ব-পূর্বে পরৈকোড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে হাইলধর ইউনিয়ন ও চাতরী ইউনিয়ন; পশ্চিমে চাতরী ইউনিয়ন; উত্তরে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন ও আশিয়া ইউনিয়ন এবং পূর্বে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন, ছনহরা ইউনিয়ন, শোভনদণ্ডী ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পরৈকোড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পরৈকোড়া
- ভিংরোল
- সাইটপেটুয়া
- কৈখাইন
- পূর্ব কন্যারা
- বাথুয়াপাড়া
- মাহাতা
- তালসরা
- চেনামতি
- দেওতলা
- পাটনীকোঠা
- তিশরী
- শিলালিয়া
- তাতুয়া
- ওষখাইন
- মামুরখাইন
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৫%।[3] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- ওষখাইন শাহ্ আলী রজা (র.) আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়
- মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ওষখাইন ইউছুপ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুজরা তিশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেনামতি গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরৈকোড়া চারুশীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পরৈকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহাতা পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
পরৈকোড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-পরৈকোড়া সড়ক ও কোলাগাঁও-পরৈকোড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
পরৈকোড়া ইউনিয়নে ৪২টি মসজিদ, ৩৩টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।
খাল ও নদী
পরৈকোড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাংগারপুল-তালসরা-ওষখাইন খাল এবং পূর্বকন্যারা-ভিংরোল খাল।[6]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মামুনুর রশীদ[8]
আরও দেখুন
তথ্যসূত্র
- "আনোয়ারা উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd।
- "National Reports Union Statistics" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯।
- "মাধ্যমিকবিদ্যালয় - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41106&union=09%5B%5D
- "খাল ও নদী - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - পরৈকোড়া ইউনিয়ন - পরৈকোড়া ইউনিয়ন"। paraikoraup.chittagong.gov.bd।
- Eibela.Com। "আনোয়ারা আওয়ামীলীগের ফলাফল দশে দশ"।