পরৈকোড়া ইউনিয়ন

পরৈকোড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

পরৈকোড়া
ইউনিয়ন
৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ
পরৈকোড়া
বাংলাদেশে পরৈকোড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৫′৫৭″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা
সরকার
  চেয়ারম্যানমামুনুর রশীদ
আয়তন
  মোট১৫.৯২ কিমি (৬.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,১২৭
  জনঘনত্ব১২০০/কিমি (৩১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

পরৈকোড়া ইউনিয়নের আয়তন ৩৯৩৫ একর (১৫.৯২ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১২৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৮৩৭ জন এবং মহিলা ৯,২৯০ জন।[2]

অবস্থান ও সীমানা

আনোয়ারা উপজেলার সর্ব-পূর্বে পরৈকোড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে হাইলধর ইউনিয়নচাতরী ইউনিয়ন; পশ্চিমে চাতরী ইউনিয়ন; উত্তরে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নআশিয়া ইউনিয়ন এবং পূর্বে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন, ছনহরা ইউনিয়ন, শোভনদণ্ডী ইউনিয়নচন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

পরৈকোড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পরৈকোড়া
  • ভিংরোল
  • সাইটপেটুয়া
  • কৈখাইন
  • পূর্ব কন্যারা
  • বাথুয়াপাড়া
  • মাহাতা
  • তালসরা
  • চেনামতি
  • দেওতলা
  • পাটনীকোঠা
  • তিশরী
  • শিলালিয়া
  • তাতুয়া
  • ওষখাইন
  • মামুরখাইন

[2]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পরৈকোড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৫%।[3] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • ওষখাইন শাহ্ আলী রজা (র.) আলিম মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়
  • মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়

[4]

প্রাথমিক বিদ্যালয়
  • ওষখাইন ইউছুপ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুজরা তিশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেনামতি গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তালসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরৈকোড়া চারুশীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরৈকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাহাতা পাটনীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

পরৈকোড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক আনোয়ারা-পরৈকোড়া সড়ক ও কোলাগাঁও-পরৈকোড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

পরৈকোড়া ইউনিয়নে ৪২টি মসজিদ, ৩৩টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।

খাল ও নদী

পরৈকোড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টাংগারপুল-তালসরা-ওষখাইন খাল এবং পূর্বকন্যারা-ভিংরোল খাল।[6]

দর্শনীয় স্থান

  • কানু শাহ (রহ.) মাজার

[7]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মামুনুর রশীদ[8]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.