ধলঘাট ইউনিয়ন

ধলঘাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ধলঘাট
ইউনিয়ন
১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদ
ধলঘাট
বাংলাদেশে ধলঘাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১২″ উত্তর ৯১°৫৮′৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যানটুটুন ঘোষ
আয়তন
  মোট১২.৭৮ কিমি (৪.৯৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৭,৭১২
  জনঘনত্ব১৪০০/কিমি (৩৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭০.০১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ধলঘাট ইউনিয়নের আয়তন ৩১৫৭ একর (১২.৭৮ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ধলঘাট ইউনিয়নের লোকসংখ্যা ১৭,৭১২ জন। এর মধ্যে পুরুষ ৯,১০৪ জন এবং মহিলা ৮,৬০৮ জন।[1]

অবস্থান ও সীমানা

পটিয়া উপজেলার উত্তরাংশে ধলঘাট ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে হাবিলাসদ্বীপ ইউনিয়ন, জঙ্গলখাইন ইউনিয়নদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; দক্ষিণে জঙ্গলখাইন ইউনিয়নদক্ষিণ ভূর্ষি ইউনিয়ন; পূর্বে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নকেলিশহর ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নসারোয়াতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধলঘাট ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • গৈড়লা
  • তেকোটা
  • করণখাইন
  • পশ্চিম ধলঘাট
  • পূর্ব ধলঘাট
  • উত্তর মধ্য ধলঘাট
  • বাগদণ্ডী
  • উত্তর সমুরা
  • ঈশ্বরখাইন
  • আলমপুর

[2]

নামকরণ

লোকমুখে জানা যায়, এই ইউনিয়নে অনেক পুরানো একটি ঘাট ছিল, তার নামানুসারে এই ইউনিয়নের নাম হয় ধলঘাট[3]

ইতিহাস

ব্রিটিশ বিরোধী আন্দলোনের বিপ্লবী মাস্টারদা সুর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ বিপ্লবী আন্দোলনের বিভিন্ন স্থাপনা রয়েছে ধলঘাট ইউনিয়নে। এই ইউনিয়নে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি।[3]

শিক্ষা ব্যবস্থা

ধলঘাট ইউনিয়নের সাক্ষরতার হার ৭০.০১%।[1] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ
  • ধলঘাট স্কুল এন্ড কলেজ

[5]

মাধ্যমিক বিদ্যালয়
  • গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়
  • মুকুটনাইট উচ্চ বিদ্যালয়

[6]

মাদ্রাসা
  • রহমানিয়া মোহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা

[7]

প্রাথমিক বিদ্যালয়
  • আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গৈড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গৈড়লা সুবেশানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাগদণ্ডী বি এস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুকুটনাইট হাজী আনসুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[8]

যোগাযোগ ব্যবস্থা

ধলঘাট ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল পটিয়া-ধরলা সড়ক, পটিয়া-সারোয়াতলী সড়ক এবং কর্ণফুলি-ধলঘাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

ধলঘাট ইউনিয়নে ১৯টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[9][10]

খাল ও নদী

ধলঘাট ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল চাঁনপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল।[11]

হাট-বাজার

ধলঘাট ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কৃষ্ণখালী বাজার।[12]

দর্শনীয় স্থান

  • বীরকন্যা প্রীতিলতা[13]

কৃতী ব্যক্তিত্ব

  • অর্ধেন্দু দস্তিদার – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • কালীপদ ভট্টচার্য – সাহিত্যিক।
  • নবীনচন্দ্র দাস – সাহিত্যিক।
  • পূর্ণেন্দু দস্তিদার – সশস্ত্র বিপ্লববাদী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
  • প্রীতিলতা ওয়াদ্দেদার – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • মহেন্দ্রলাল বড়ুয়া – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • শশাঙ্কমোহন সেন – শিক্ষাবিদ, কবি ও সাহিত্য সমালোচক।
  • হরেন্দ্রনাথ চক্রবর্তী – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: টুটুন ঘোষ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পটিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  3. "ধলঘাট ইউনিয়নের ইতিহাস - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  4. "এক নজরে - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  5. "কলেজ - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  6. "মাধ্যমিকবিদ্যালয় - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  7. "মাদ্রাসা - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  8. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41105&union=23%5B%5D
  9. "মসজিদ - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  10. "মন্দির - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  11. "খাল ও নদী - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  12. "হাট বাজারের তালিকা - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd
  13. "দর্শনীয়স্থান - ধলঘাট ইউনিয়ন - ধলঘাট ইউনিয়ন"dhalghatup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.