ওয়াহেদপুর ইউনিয়ন
ওয়াহেদপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ওয়াহেদপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ওয়াহেদপুর | |
স্থানাঙ্ক: ২২°৪১′৫৩″ উত্তর ৯১°৩৭′১০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ফজলুল কবির ফিরোজ |
আয়তন | |
• মোট | ১৮.৯৫ কিমি২ (৭.৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,২১১ |
• জনঘনত্ব | ১৬০০/কিমি২ (৪৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.০৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
ওয়াহেদপুর ইউনিয়নের আয়তন ৪৬৮২ একর[1] (১৮.৯৫ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ওয়াহেদপুর ইউনিয়নের লোকসংখ্যা ৩১,২১১ জন। এর মধ্যে পুরুষ ১৫,২৭১ জন এবং মহিলা ১৫,৯৪০ জন।[2]
অবস্থান ও সীমানা
মীরসরাই উপজেলার দক্ষিণাংশে ওয়াহেদপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে করেরহাট ইউনিয়ন, উত্তরে খৈয়াছড়া ইউনিয়ন, পশ্চিমে হাইতকান্দি ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ওয়াহেদপুর ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ওয়াহেদপুর, গাছবাড়িয়া, মাইজগাঁও, খাজুরিয়া, ছোট কমলদহ, সাতবাড়িয়া, বড় কমলদহ এ ৭টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- গাছবাড়িয়া
- ফরফরিয়া
- পদুয়া
- মাইজগাঁও
- বুজুর্গ উম্মেদনগর
- উত্তর ওয়াহেদপুর
- মধ্যম ওয়াহেদপুর
- ছোট কমলদহ
- খাজুরিয়া
- বড় কমলদহ
- সাতবাড়িয়া
- জাফরাবাদ
- দক্ষিণ ওয়াহেদপুর
শিক্ষা ব্যবস্থা
ওয়াহেদপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.০৪%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ[2]
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- নিজামপুর মাওলানা আবদুল গণি (রহ.) দাখিল মাদ্রাসা
- মির্জাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- হযরত শাহসুফী মাওলানা নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওয়াহেদপুর মোল্লাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাছবাড়িয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তরুবালা মান্দা লোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খাজুরিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখের তালুক সুকুমার নাথ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ওয়াহেদপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
ওয়াহেদপুর ইউনিয়নে ৪০টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[2]
হাট-বাজার
ওয়াহেদপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বড় দারোগার হাট (আংশিক), ছোট কমলদহ বাজার, কানুনগোর হাট, সরকার হাট এবং হাদি ফকির হাট।[4]
দর্শনীয় স্থান
- বাওয়াছড়া সেচ প্রকল্প; বাংলাদেশ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির রেজিস্ট্রারভুক্ত।[5]
কৃতী ব্যক্তিত্ব
- সিরাজুল হক –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: ফজলুল কবির ফিরোজ[6]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আবদুল গণি মুন্তার | ১৯৩১-১৯৪০ |
০২ | সুলতান আহমদ | ১৯৪১-১৯৪৫ |
০৩ | হাবীব উল্লাহ | ১৯৪৬-১৯৫৭ |
০৪ | বজলুর রহমান ভূঁইয়া | ১৯৫৮-১৯৬৪ |
০৫ | নুরুল আনোয়ার | ১৯৬৫-১৯৭০ |
০৬ | আলী আকবর চৌধুরী | ১৯৭১-১৯৭৩ |
০৭ | বজলুর রহমান ভূঁইয়া | ১৯৭৪-১৯৭৬ |
০৮ | আলী আকবর চৌধুরী | ১৯৭৭-১৯৮৩ |
০৯ | আবুল কাসেম মিয়া | ১৯৮৪-১৯৮৭ |
১০ | আলী আকবর চৌধুরী | ১৯৮৮-১৯৯১ |
১১ | মোহাম্মদ কামাল হোসেন | ১৯৯২-২০০৩ |
১২ | ফজলুল কবির ফিরোজ | ২০০৩-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন"। wahedpurup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41113&union=33%5B%5D
- "হাট বাজারের তালিকা - ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন"। wahedpurup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন"। wahedpurup.chittagong.gov.bd।
- "জনাব ফজলুল কবির - ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন"। wahedpurup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ওয়াহেদপুর ইউনিয়ন - ওয়াহেদপুর ইউনিয়ন"। wahedpurup.chittagong.gov.bd।