মীরসরাই পৌরসভা

মীরসরাই পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা

মীরসরাই
পৌরসভা
মীরসরাই পৌরসভা
মীরসরাই
বাংলাদেশে মীরসরাই পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৪′৪৩″ উত্তর ৯১°৩২′১০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা
প্রতিষ্ঠাকাল৮ নভেম্বর, ২০০০
সরকার
  পৌর মেয়রগিয়াস উদ্দীন
আয়তন
  মোট১০.৫ কিমি (৪.১ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[1]
  মোট২০,০৭১
  জনঘনত্ব১৯০০/কিমি (৫০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৮৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

মীরসরাই পৌরসভার আয়তন ১০.৫০ বর্গ কিলেমিটার।[2]

জনসংখ্যা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী মীরসরাই পৌরসভার লোকসংখ্যা ২০,০৭১ জন। এর মধ্যে পুরুষ ১০,৩৮১ জন এবং মহিলা ৯,৬৯০ জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩২%। এ পৌরসভায় মোট ৩২০০ পরিবার রয়েছে।[2]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে[2] মীরসরাই উপজেলার মধ্যভাগে মীরসরাই পৌরসভার অবস্থান। এর উত্তরে মিঠানালা ইউনিয়ন, মঘাদিয়া ইউনিয়নমীরসরাই ইউনিয়ন; পূর্বে মঘাদিয়া ইউনিয়ন, মীরসরাই ইউনিয়নখৈয়াছড়া ইউনিয়ন; দক্ষিণে খৈয়াছড়া ইউনিয়নমায়ানী ইউনিয়ন এবং পশ্চিমে সাহেরখালী ইউনিয়ন, ইছাখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়নমঘাদিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

২০০০ সালের ৮ নভেম্বর মীরসরাই পৌরসভা উদ্বোধন করা হয়। পৌরসভার ঘোষণার প্রজ্ঞাপন এস.আর.ও নং-৩৫৮/আইন-২০০০ তারিখ-১০/১২/২০০০ইং অনুযায়ী ঘোষিত এ পৌরসভার কার্যক্রম শুরু হয় ২০০১ সালের ১২ এপ্রিল। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা। মাছিমপুর, রাঘবপুর, মধ্যম মঘাদিয়া, কিছমত জাফরাবাদ, পূর্ব মঘাদিয়া ও গোভনিয়া -এ ৬টি মৌজা নিয়ে মীরসরাই পৌরসভা গঠন করা হয়।[2]

প্রশাসনিক এলাকা

মীরসরাই পৌরসভা জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মীরসরাই থানার আওতাধীন। মোট নয়টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়েছে। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া (আংশিক)
২নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া (আংশিক), দক্ষিণ তালবাড়িয়া (আংশিক), পূর্ব মীরসরাই (আংশিক)
৩নং ওয়ার্ড দক্ষিণ তালবাড়িয়া (আংশিক), পূর্ব মীরসরাই (আংশিক), নোয়াপাড়া, পূর্ব গোভনিয়া (আংশিক)
৪নং ওয়ার্ড পূর্ব মীরসরাই (আংশিক), পূর্ব গোভনিয়া (আংশিক), আমবাড়িয়া (আংশিক)
৫নং ওয়ার্ড পশ্চিম মীরসরাই, ২নং তারাকাটিয়া (আংশিক), গোভনিয়া (আংশিক)
৬নং ওয়ার্ড গোভনিয়া (আংশিক), মধ্যম মঘাদিয়া (আংশিক), ২নং তারাকাটিয়া (আংশিক)
৭নং মধ্যম মঘাদিয়া (আংশিক), ২নং তারাকাটিয়া (আংশিক), তারাকাটিয়া (আংশিক), গোভনিয়া (আংশিক)
৮নং নাজির পাড়া, তারাকাটিয়া (আংশিক), পোদ্দার তালুক (আংশিক)
৯নং মধ্যম মঘাদিয়া (আংশিক), পোদ্দার তালুক (আংশিক)

[3]

শিক্ষা ব্যবস্থা

মীরসরাই পৌরসভার সাক্ষরতার হার ৮৭%। পৌরসভায় ১টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মডেল স্কুল এন্ড কলেজ, ৩টি নুরানী মাদ্রাসা, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি পৌর প্রাথমিক বিদ্যালয়, ২০টি মক্তব/ফোরকানিয়া মাদ্রাসা ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
মাদ্রাসা
স্কুল এন্ড কলেজ
  • আল হেরা স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোভনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মীরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্বাস্থ্য

মীরসরাই পৌরসভায় ১টি স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক, ২টি বেসরকারী হাসপাতাল, ২টি ডায়াগনস্টিক সেন্টার ও ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।[2]

যোগাযোগ ব্যবস্থা

মীরসরাই পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া পৌরসভার অভ্যন্তরে ৩৫ কিলোমিটার পাকা রাস্তা ও ১০ কিলোমিটার আধা-পাকা রাস্তা রয়েছে।[2]

ধর্মীয় উপাসনালয়

মীরসরাই পৌরসভায় ২৩টি মসজিদ ও ৮টি মন্দির রয়েছে।[2]

শিল্প

মীরসরাই পৌরসভায় ৩টি শিল্প কারখানা ও ৫টি ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে।[2]

খাল ও নদী

মীরসরাই পৌরসভার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোভনিয়া খাল, মলিয়াইশ খাল, মহামায়া (কুমারিয়া) খাল এবং আমির আলী খাল।[2]

হাট-বাজার

মীরসরাই পৌরসভার প্রধান হাট/বাজার হল মীরসরাই পৌর বাজার।[2]

জনপ্রতিনিধি

  • বর্তমান পৌর মেয়র: গিয়াস উদ্দীন[4]
পৌর প্রশাসক ও মেয়রগণের তালিকা
ক্রম নং.নামপদবীমেয়াদকাল
০১আলহাজ্ব আজহারুল হক চৌধুরীপৌর প্রশাসক (সরকার মনোনীত)২৮ জুন, ২০০১ইং থেকে ১১ নভেম্বর, ২০০১ইং পর্যন্ত
০২মোহাম্মদ আব্দুল হাই (উপজেলা নির্বাহী কর্মকর্তা)পৌর প্রশাসক১১ নভেম্বর, ২০০১ইং থেকে ২০ জুন, ২০০২ইং পর্যন্ত
০৩মোহাম্মদ আবুল ফারুক মিয়াপ্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র)

২০ জুন, ২০০২ইং থেকে ০২ ডিসেম্বর, ২০১০ইং পর্যন্ত

০৪মোহাম্মদ শাহজাহানপৌর মেয়র২৩ ফেব্রুয়ারি, ২০১১ইং থেকে ৩০ ডিসেম্বর,২০১৫
০৫গিয়াস উদ্দীনপৌর মেয়র৩০ ডিসেম্বর, ২০১৫ থেকে বর্তমান

[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে পৌরসভা"http://www.bangladesh.gov.bd/। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "এক নজরে পৌরসভা - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"mirsharai.chittagong.gov.bd
  3. "ওয়ার্ড সমূহ - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"mirsharai.chittagong.gov.bd
  4. "গিয়াস উদ্দিন - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"mirsharai.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.