মতলব পৌরসভা

মতলব পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা[1]

মতলব
পৌরসভা
মতলব পৌরসভা
মতলব
বাংলাদেশে মতলব পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৩৫০০° উত্তর ৯০.৮৯১৭° পূর্ব / 23.3500; 90.8917
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলামতলব দক্ষিণ উপজেলা
প্রতিষ্ঠাকাল২৭ মার্চ, ১৯৯৭
সরকার
  পৌর মেয়রমোহাম্মদ আওলাদ হোসেন
আয়তন
  মোট৪১ কিমি (১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৭০,৮৪০
  জনঘনত্ব১৭০০/কিমি (৪৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৪.৬১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১১০০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

মতলব পৌরসভার আয়তন ৪১ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মতলব পৌরসভার জনসংখ্যা ৭০,৮৪০ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৭৩০ জন এবং মহিলা ৩৬,১১০ জন।[2]

অবস্থান ও সীমানা

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে মতলব পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে কচুয়া দক্ষিণ ইউনিয়নকাদলা ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে কড়ইয়া ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৭ সালের ২৭ মার্চ মতলব পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে।[3] এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন মতলব উত্তরমতলব দক্ষিণ ইউনিয়নদ্বয়ের ২২টি মৌজা ও ২০টি গ্রাম নিয়ে অর্থাৎ সাবেক মতলবগঞ্জ বাজার এর সবকটি গ্রাম নিয়েই মতলব পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত। পুরোনো ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে নতুন ভবনে পৌরসভাটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনিক এলাকা

মতলব পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।

যোগাযোগ ব্যবস্থা

শিক্ষা

মতলব পৌরসভার সাক্ষরতার হার ৫৪.৬১%।

শিক্ষা প্রতিষ্ঠান
  • মতলব সরকারি কলেজ
  • মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়

অর্থনীতি

মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

  • পৌর মেয়র: মোহাম্মদ আওলাদ হোসেন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭
  2. http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%AC_%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE
  3. মতলব পৌরসভা: দলীয় মনোনয়নের অপেক্ষা, বিডি নিউজ টোয়েন্টিফোর, ২৭ নভেম্বর ২০১৫ ইং, সংগ্রহের তারিখ 2017-02-26 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.