শাহরাস্তি উপজেলা

শাহরাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

শাহরাস্তি
উপজেলা
শাহরাস্তি
বাংলাদেশে শাহরাস্তি উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
আসনচাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ)
সরকার
  উপজেলা নির্বাহী অফিসারশিরিন আক্তার
আয়তন[1]
  মোট১৫৪.৮৩ কিমি (৫৯.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (জুন ২০১৯)[1]
  মোট২,৫২,৫১১
  জনঘনত্ব১৬০০/কিমি (৪২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার[1]
  মোট৭২.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬২০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৩ ৯৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

শাহরাস্তি উপজেলার উত্তরে কচুয়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলানোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলালাকসাম উপজেলা এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

শাহরাস্তি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

[2]

ইতিহাস

১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।[1]

জনসংখ্যার উপাত্ত

সরকারি বাতায়নে জুন ২০১৯ অনুযায়ী এখানকার মোট অধিবাসীর সংখ্যা ২,৫২,৫১১। এঁদের মধ্যে পুরুষ ১,১৭,৪৪৭ জন এবং নারী ১,৩৫,৬৪০ জন (প্রায়)। ফলে ঘনত্ব ১৬০০।[টীকা 1] এখানকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১.১৫%।[1]

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

এ উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কি. মি। নির্বাচনী এলাকা হলো ২৬৪, চাঁদপুর -৫। মোট ইউনিয়নের সংখ্যা ১০টি, হাট বাজার ২৯টি, ব্যাংক১৩টি

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[3] সংসদ সদস্য[4][5][6][7][8] রাজনৈতিক দল
২৬৪ চাঁদপুর-৫ হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ

এই উপজেলাটি পূর্বে "কুমিল্লা-২৩" সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৮৪ সালে কুমিল্লা জেলা থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বর্তমান কুমিল্লা জেলায় বিভক্ত হয়ে যাওয়ার সময় এটি সৃষ্টি হয়।

শিক্ষা প্রতিষ্ঠান

  • শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • চাঁদপুর হোমোপ্যাথিক মেডিকেল কলেজ
  • মেহের ডিগ্রি কলেজ
  • সূচীপাড়া ডিগ্রি কলেজ
  • করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ
  • ভোলদিঘী কামিল মাদ্রাসা
  • নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
  • ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়
  • মেহার উচ্চ বিদ্যালয়
  • পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়
  • সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়
  • রাগৈ উচ্চ বিদ্যালয়
  • খিলাবাজার স্কুল এন্ড কলেজ
  • টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
  • দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • উনকিলা উচ্চ বিদ্যালয়
  • বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
  • খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • উঘারিয়া ইউ. সি. উচ্চ বিদ্যালয়
  • দেবকরা মারগুবা ডঃ শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  • চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়
  • বানিয়াচোঁ জে বি উচ্চ বিদ্যালয়
  • বিজয়পুর উচ্চ বিদ্যালয়
  • ফটিকখিরা এস,এ বালিকা উচ্চ বিদ্যালয়
  • মনিরা আজিম একাডেমী
  • চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়
  • ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • ইছাপুরা উচ্চ বিদ্যালয়
  • হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • জনতা উচ্চ বিদ্যালয়
  • পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
  • ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
  • শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসা
  • শাহরাস্তি মডেল স্কুল
  • বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়
  • শাহরাস্তি ল্যাবরেটরি স্কুল

টীকা

  1. ওয়েবসাইট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব ১,৬৩১

তথ্যসূত্র

  1. "শাহরাস্তি উপজেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২২
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.