চাটখিল উপজেলা
চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম উপজেলা/থানা হিসেবে ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়।[1]
চাটখিল | |
---|---|
উপজেলা | |
চাটখিল | |
![]() ![]() চাটখিল | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৫৭′২৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
নোয়াখালী -১ | ২৬৮ নং আসন |
সরকার | |
আয়তন | |
• মোট | ১৩৩.৮৯ কিমি২ (৫১.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৪) | |
• মোট | ২,৯০,৮৪৬ |
• জনঘনত্ব | ২২০০/কিমি২ (৫৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৯.৫০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৭৫ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
চাটখিল উপজেলার আয়তন ১৩৩.৮৯ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে ছোট উপজেলা।[2]
অবস্থান ও সীমানা
চাটখিল উপজেলার পূর্বে সোনাইমুড়ি উপজেলা, দক্ষিণ-পূর্বে বেগমগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা এবং উত্তরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
চাটখিল উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন।
ইতিহাস
এ থানার নামের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। জনশ্রুতি আছে, অতীতে এ এলাকা একটি বিল অর্থাৎ খিল ছিল (বিল শব্দটির অর্থ বিশাল খালি জায়গা, যা অব্যবহৃত খিল পড়ে আছে)। এ বিলের চাটপোকার অবস্থানের কারণে স্থানীয় অধিবাসীরা হুমকীর সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল।[1]
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা ২৯০৮৪৬; পুরুষ ১৪১০২৯, মহিলা ১৪৯৮১৭।
কৃতী ব্যক্তিত্ব
- অধ্যাপক কবির চৌধুরি (জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমীর চেয়ারম্যান)
- অধ্যাপক মুনির চৌধুরি ( শহীদ বুদ্ধিজীবি)
- ফেরদৌসি মজুমদার (অভিনেত্রী ও নাট্যনির্দেশক)
- সিরাজুল ইসলাম (১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাটখিলের প্রধান কমান্ডার)
- গাজী মাসীহুর রহমান, (মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর রামগঞ্জ থানা ডেপুটি কমান্ডার ও চাটখিল থানা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের (মল্লিকার দিঘীরপাড় উচ্চবিদ্যালয় ,মল্লিকারদিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়) প্রতিষ্টাতা)
- শিরিন শারমিন (জাতীয় সংসদের স্পীকার)
- আবুল কালাম আজাদ, লেখক, কবি এবং কলামিস্ট (বাংলাদেশ সরকারের সাবেক নৌ-সচিব)
- এডভোকেট ওজায়ের ফারুক, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি।
- আবু সুফিয়ান, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি।
- এডভোকেট মাহবুবুর রহমান
- ডঃ ফজলে হোসেন, সাবেক ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- ডঃ সামছুল করিম, ইউনিভার্সিটি অব এসেক্স, ইউকে।
- ডঃ আনোয়ারুল কবির রুমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- বীর মুক্তিযদ্ধা শহীদ এ জি এম রুহুল আমিন
- বীর মুক্তিযদ্ধা আরিফুর রহমান বেগ
- বীর শ্রেষ্ঠ রুহুল আমীন
- নাট্যকার মস্তফা সরোয়ার ফারুকী
- বীর মুক্তিযুদ্ধা আবুল বাসার চৌধুরী
- মোঃ আশরাফুল আলম, পরিবেশকর্মী এবং সাংবাদিক (প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক, বিডি এনভায়রনমেন্ট)
দর্শনীয় স্থান
- গান্ধী আশ্রম
- জমিদার বাড়ী, রামনারায়ণপুর
- মেগা দীঘি, বদলকোট
অর্থনীতি
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৭.৩২%, অকৃষি শ্রমিক ২.০৬%, শিল্প ০.৬৩%।
যোগাযোগ
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৯৬.৫৪ কিমি, কাঁচারাস্তা ৭৩২.৩৯ কিমি। বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি।
জনপ্রতিনিধি
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[3] | সংসদ সদস্য[4][5][6][7][8] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৬৮ নোয়াখালী-১ | চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা (বারগাঁও, অম্বরনগর ও নাটেশ্বর ইউনিয়ন ব্যতীত) | এইচ এম ইব্রাহিম | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
- "এক নজরে চাটখিল উপজেলা"। চাটখিল উপজেলা। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
- https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।