বারৈয়ারহাট পৌরসভা
বারৈয়ারহাট পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।
বারৈয়ারহাট | |
---|---|
পৌরসভা | |
বারৈয়ারহাট পৌরসভা | |
![]() ![]() বারৈয়ারহাট | |
স্থানাঙ্ক: ২২°৫৩′৪″ উত্তর ৯১°৩২′১৭″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২৭ এপ্রিল, ২০০০ |
সরকার | |
• পৌর মেয়র | নিজাম উদ্দীন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২.১২ কিমি২ (০.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১১,৩২৭ |
• জনঘনত্ব | ৫৩০০/কিমি২ (১৪০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
চট্টগ্রাম জেলা সদর থেকে ৭৩ কিলোমিটার উত্তরে মীরসরাই উপজেলার উত্তরাংশে বারৈয়ারহাট পৌরসভার অবস্থান। এর মোট আয়তন ২.১২ বর্গ কিলোমিটার।[1] এ পৌরসভার উত্তরে হিঙ্গুলী ইউনিয়ন ও ধুম ইউনিয়ন, পশ্চিমে ওসমানপুর ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে জোরারগঞ্জ ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ, পৌর শাখা-৩, পৌরসভা ঘোষণার প্রজ্ঞাপন এস.আর.ও নং- ৬৬-আইন-৯৯, তাং- ২৫/০৩/১৯৯৯ইং অনুযায়ী মীরসরাই উপজেলার বারৈয়ারহাটকে “বারৈয়ারহাট মিউনিসিপ্যালিটি” (বারৈয়ারহাট পৌরসভা বা শহর এলাকা) ঘোষণা করেছে। এটি 'ক' শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার কার্যক্রম ২৭ এপ্রিল, ২০০০ সাল তারিখ থেকে শুরু হয়েছে।[1] স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের তৎকালীন মন্ত্রী জনাব জিল্লুর রহমান ১৮ নভেম্বর, ২০০০ ইংরেজী রোজ বুধবার এ পৌরসভা উদ্বোধন করেন। এটি বাংলাদেশের ২১৫ তম পৌরসভা।
হিঙ্গুলী, জোরারগঞ্জ ও ধুম এই তিনটি ইউনিয়ন এর জামালপুর, পূর্ব হিঙ্গুলী, পশ্চিম হিঙ্গুলী, আজমনগর, সোনাপাহাড়, ইমামপুর ও ধুম-এই সাতটি মৌজার সর্ব মোট ২.১২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বারৈয়ারহাট পৌরসভার প্রশাসনিক এলাকা গঠিত হয়।
প্রশাসনিক এলাকা
বারৈয়ারহাট পৌরসভা জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম জোরারগঞ্জ থানার আওতাধীন। মোট নয়টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়েছে। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | ইমামপুর, সোনাপাহাড় (আংশিক) |
২নং ওয়ার্ড | জামালপুর (আংশিক), সোনাপাহাড় (আংশিক) |
৩নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী (আংশিক) |
৪নং ওয়ার্ড | পূর্ব হিঙ্গুলী (আংশিক) |
৫নং ওয়ার্ড | জামালপুর (আংশিক), পশ্চিম হিঙ্গুলী |
৬নং ওয়ার্ড | জামালপুর (আংশিক) |
৭নং ওয়ার্ড | জামালপুর (আংশিক) |
৮নং ওয়ার্ড | জামালপুর (আংশিক) |
৯নং ওয়ার্ড | জামালপুর (আংশিক), ধুম |
বারৈয়ারহাট পৌরসভার সীমানা: উত্তরে ধুমঘাট ব্রীজ এর দক্ষিণ পাশ, পূর্বে মেহেদীনগর কালা মিয়া মসজিদ, দক্ষিণে মঈন উদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন ও সিপি বাংলাদেশ লিমিটেড এবং পশ্চিমে শান্তিরহাট।[1]
জনসংখ্যার উপাত্ত
বারইয়ারহাট পৌরসভার মোট জনসংখ্যা ১১,৩২৭ জন; যার মধ্যে পুরুষ ৬,৬৬৭ জন এবং মহিলা ৪,৬৬০ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%। এখানে মোট পরিবারের সংখ্যা ২,৩৬০ টি। লোক সংখ্যার ঘনত্ব ৫,৩৪৩ জন (প্রতি বর্গ কিলোমিটারে)। পৌরসভার ভোটার সংখ্যা সর্ব মোট ৬,৬২৯ জন; যার মধ্যে ৩,৩৪০ জন পুরুষ ও ৩,২৮৯ জন মহিলা।[1]
শিক্ষা
বারইয়ারহাট পৌরসভার সাক্ষরতার হার ৭০%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ইমামপুর রহিমের নেছা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিনকি আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বাস্থ্য
বারৈয়ারহাট পৌরসভায় ২টি বেসরকারী হাসপাতাল, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও ১১টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।[1]
শিল্প
বারৈয়ারহাট পৌরসভায় ১৫টি কল-কারখানা রয়েছে।[1]
যোগাযোগ ব্যবস্থা
বারৈয়ারহাট পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া পৌরসভার অভ্যন্তরে ৬ কিলেমিটার পাকা রাস্তা, ১৪ কিলোমিটার আধা-পাকা রাস্তা ও ৮ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।[1]
ধর্মীয় উপাসনালয়
বারৈয়ারহাট পৌরসভায় ১১টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে।[1]
হাট-বাজার
বারৈয়ারহাট ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বারৈয়ারহাট বাজার এবং শান্তিরহাট বাজার।[1]
কৃতী ব্যক্তিত্ব
- কাজী মোরশেদ –– চলচ্চিত্র পরিচালক।
জনপ্রতিনিধি
- বর্তমান পৌর মেয়র: নিজাম উদ্দীন[3]
- পৌর প্রশাসক ও মেয়রগণের তালিকা
ক্রম নং. | নাম | পদবী | মেয়াদকাল |
---|---|---|---|
০১ | আবুল কাসেম (উপজেলা নির্বাহী কর্মকর্তা) | প্রথম পৌর প্রশাসক (সরকার মনোনীত) | ১ জুন, ২০০০ইং থেকে ৭ আগস্ট, ২০০১ইং পর্যন্ত |
০২ | জহির রায়হান (সহকারী ভূমি কমিশনার) | পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) | ৭ আগস্ট, ২০০১ইং থেকে ০৯ আগস্ট, ২০০১ইং পর্যন্ত |
০৩ | মোহাম্মদ আব্দুল হাই (উপজেলা নির্বাহী কর্মকর্তা) | পৌর প্রশাসক | ৯ আগস্ট, ২০০১ইং থেকে ২৪ মার্চ, ২০০২ইং পর্যন্ত |
০৪ | মোহাম্মদ জালাল উদ্দিন | প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান (পরবর্তীতে পৌর মেয়র) | ২৪ মার্চ, ২০০২ইং থেকে ২২ ফেব্রুয়ারি, ২০১১ইং পর্যন্ত |
০৫ | মোহাম্মদ তাহের | পৌর মেয়র | ২২ ফেব্রুয়ারি, ২০১১ইং থেকে ৩০ ডিসেম্বর,২০১৫ইং পর্যন্ত |
০৬ | নিজাম উদ্দীন | পৌর মেয়র | ৩০ ডিসেম্বর, ২০১৫ইং থেকে বর্তমান |
তথ্য সূত্র
- "এক নজরে পৌরসভা - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- "ওয়ার্ডসমুহ - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।
- "নিজাম উদ্দিন (প্রকাশ ভিপি নিজাম) - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"। mirsharai.chittagong.gov.bd।