জোরারগঞ্জ ইউনিয়ন

জোরারগঞ্জ বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

জোরারগঞ্জ
ইউনিয়ন
৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ
জোরারগঞ্জ
বাংলাদেশে জোরারগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′৩″ উত্তর ৯১°৩২′১৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা
সরকার
  চেয়ারম্যানমকসুদ আহমদ চৌধুরী
আয়তন
  মোট২২.৩৩ কিমি (৮.৬২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৫,৮৬২
  জনঘনত্ব১৬০০/কিমি (৪২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৫.৭৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

জোরারগঞ্জ ইউনিয়নের আয়তন ৫৫১৭ একর[1] (২২.৩৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জোরারগঞ্জ ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,৮৬২ জন। এর মধ্যে পুরুষ ১৮,২৪৯ জন এবং মহিলা ১৭,৬১৩ জন।[2]

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার উত্তরাংশে জোরারগঞ্জ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে করেরহাট ইউনিয়ন, উত্তরে বারৈয়ারহাট পৌরসভা, পশ্চিমে বারৈয়ারহাট পৌরসভাওসমানপুর ইউনিয়ন এবং দক্ষিণে কাটাছড়া ইউনিয়নদুর্গাপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

জোরারগঞ্জ ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ১১টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • গোপীনাথপুর
  • গোবিন্দপুর
  • দক্ষিণ তাজপুর
  • নন্দনপুর
  • উত্তর তাজপুর
  • দেওয়ানপুর
  • ভগবতীপুর
  • পরাগলপুর
  • খিলমুরারী
  • উত্তর সোনাপাহাড়
  • ইমামপুর
  • মধ্যম সোনাপাহাড়
  • দক্ষিণ সোনাপাহাড়

[2]

শিক্ষা ব্যবস্থা

জোরারগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৭৪%।[1] এ ইউনিয়নে ১টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[3]

মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলহাজ্ব বদিউল আলম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খিলমুরারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তাজপুর অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ সোনাপাহাড় জহুরা আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফয়েজ উল্লাহ মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[4]

যোগাযোগ ব্যবস্থা

জোরারগঞ্জ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (মুহুরীগঞ্জ স্টেশন)।

হাট-বাজার

জোরারগঞ্জ ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল:

  • জোরারগঞ্জ বাজার
  • বিষুমিয়ারহাট বাজার
  • চৌধুরীর হাট বাজার
  • ছদরমাদীঘি বাজার
  • চিনকি আস্তানা বাজার
  • মধ্যম সোনাপাহাড় নতুন বাজার
  • মস্তাননগর হাসপাতাল গেইট (হাট)
  • ঘরতাকিয়া হাট
  • গুচ্ছগ্রাম রাস্তার মাথা (হাট), দক্ষিণ সোনাপাহাড়

[5]

দর্শনীয় স্থান

  • মেহেদী গার্ডেন; গোপীনাথপুর গ্রামে অবস্থিত।[6]

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মকসুদ আহমদ চৌধুরী[7]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১এরাদ উল্লাহ
০২মেজর আলী আকবর চৌধুরী
০৩লুৎফে আলী চৌধুরী
০৪এনায়েত উল্লাহ (সাব মিয়া)
০৫কামাল উদ্দিন বালা
০৬শামসুল আলম মিয়ন
০৭মকসুদ আহমদ চৌধুরী২০১৬-বর্তমান

[8]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.