চরণদ্বীপ ইউনিয়ন

চরণদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

চরণদ্বীপ
ইউনিয়ন
৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ
চরণদ্বীপ
বাংলাদেশে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৫″ উত্তর ৯১°৫৬′১২″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবোয়ালখালী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ শামসুল আলম
আয়তন
  মোট৬.০৬ কিমি (২.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৬,০০০
  জনঘনত্ব৪৩০০/কিমি (১১০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭১.০৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

চরণদ্বীপ ইউনিয়নের আয়তন ১৪৯৭ একর (৬.০৬ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চরণদ্বীপ ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ২৬ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় সাড়ে ১৩ হাজার এবং মহিলা প্রায় সাড়ে ১২ হাজার।[2]

অবস্থান ও সীমানা

বোয়ালখালী উপজেলার সর্ব-উত্তরে কর্ণফুলি নদীর পাড়ে চরণদ্বীপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন; দক্ষিণে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, পোপাদিয়া ইউনিয়নকধুরখীল ইউনিয়ন; পশ্চিমে কধুরখীল ইউনিয়ন এবং উত্তরে কর্ণফুলি নদী ও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নবাগোয়ান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

চরণদ্বীপ ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার অাওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:

  • চরণদ্বীপ
  • সৈয়দনগর

[2]

নামকরণ

হযরত বু-আলী কালন্দর শাহ (রহ.) বোয়ালখালী আসার সময় নদী পথে চরণদ্বীপে তার পবিত্র চরণ রেখেছিলেন বলেই এর নাম চরণদ্বীপ হয়েছে বলে জনশ্রুতি আছে।[3]

শিক্ষা ব্যবস্থা

চরণদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৭১.০৭%।[1] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
  • মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয়
  • চরণদ্বীপ দেওয়ান বিবি বালিকা উচ্চ বিদ্যালয়

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরণদ্বীপ সিকদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরণদ্বীপ ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারৈপাড়া মোস্তাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রারৈয়াপাড়া আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

কিন্ডারগার্টেন
  • সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন
  • ইমাম হাছান (রা.) একাডেমী
  • হাজী কিন্ডারগার্টেন
  • আলা হযরত ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি

যোগাযোগ ব্যবস্থা

চরণদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল কালুরঘাট-চরণদ্বীপ সড়ক, চরণদ্বীপ-শ্রীপুর সড়ক এবং চরণদ্বীপ-আমুচিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট থেকে নৌপথে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

চরণদ্বীপ ইউনিয়নে ১৪টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[7][8] ২টি বুদ্ব মন্দির রয়েছে।

খাল ও নদী

চরণদ্বীপ ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলি নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইব্রাহীম চৌধুরী খাল, আছুয়ার পোল খাল, হাজীপাড়া খাল এবং মাইজপাড়া-সৈয়দনগর সংযোগ খাল।[9]

হাট-বাজার

চরণদ্বীপ ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চরণদ্বীপ ফকিরহাট এবং মধ্যম সৈয়দনগর চাঁদার হাট।[10]

দর্শনীয় স্থান

  • কর্ণফুলি নদী

[11] অসংখ্য মসজিদ.মাজার.মন্দির।প্রাচীন জেলে পল্লি।

কৃতী ব্যক্তিত্ব

  • আল্লামা শেখ অছিয়র রহমান আল ফারুকী – সুফি সাধক।
  • আল্লামা সৈয়দ আমিনুল ইসলাম হারবাংগিরী – সুফি সাধক।
  • ডাঃ রুকন উদ্দীন চৌধুরী – প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
  • মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী – ইসলামী ব্যক্তিত্ব।
  • মুহাম্মদ সিরাজুল ইসলাম – প্রাক্তন সংসদ সদস্য।

[12] ১ জন মুক্তিযুদ্বা কমান্ডার। অনেক মুক্তিযুদ্বা। ৷ *জনাব আহম্মেদ খলিল খান রাজনৈতিক ব্যাক্তিত্ব।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শামসুল আলম[13]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মুহাম্মদ আতাউল হক ১৯৭১-১৯৭৩
০২ কবির আহমদ ১৯৭৩-১৯৭৭
০৩ সিরাজুল ইসলাম ১৯৭৭-১৯৮৪
০৪ আতাউল হক ১৯৮৪-১৯৯০
০৫ আবদুল মোনাফ ১৯৯০-১৯৯৪
০৬ ফরিদুল আলম ১৯৯৪-১৯৯৫
০৭ নুরুল আলম ১৯৯৫-১৯৯৭
০৮ রফিক উদ্দিন ১৯৯৭-১৯৯৯
০৯ মাহবুবুল আলম ১৯৯৯-২০০৫
১০ নুরুল আলম ২০০৫-২০১১
১১ মুহাম্মদ শোয়াইব রেজা ২০১১-২০১৬
১২ মুহাম্মদ শামসুল আলম ২০১৬-বর্তমান

[14]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বোয়ালখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  3. "চরণদ্বীপ ইউনিয়নের ইতিহাস - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  5. "মাধ্যমিকবিদ্যালয় - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41107&union=07%5B%5D
  7. "চরণদ্বীপ ইউনিয়নের মসজিদসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  8. "চরণদ্বীপ ইউনিয়নের ঈদগাহসমূহ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  9. "নদী ও খাল - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  10. "হাট বাজার - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  11. "দর্শনীয় স্থান - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  12. "চরণদ্বীপ ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্ব - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  13. "মোহাম্মদ শামসুল আলম - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd
  14. "চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চরনদ্বীপ ইউনিয়ন - চরনদ্বীপ ইউনিয়ন"charandwipup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.