পোপাদিয়া ইউনিয়ন

পোপাদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

পোপাদিয়া
ইউনিয়ন
৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদ
পোপাদিয়া
বাংলাদেশে পোপাদিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৩′৪০″ উত্তর ৯১°৫৬′১৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবোয়ালখালী উপজেলা
সরকার
  চেয়ারম্যানএস এম জসিম উদ্দীন
আয়তন
  মোট১০.৩৮ কিমি (৪.০১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৮,২২৮
  জনঘনত্ব৩৭০০/কিমি (৯৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৭.৮৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

পোপাদিয়া ইউনিয়নের আয়তন ২৫৬৪ একর (১০.৩৮ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পোপাদিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৮,২২৮ জন। এর মধ্যে পুরুষ ২০,৫১৯ জন এবং মহিলা ১৭,৭০৯ জন।[2]

অবস্থান ও সীমানা

বোয়ালখালী উপজেলার মধ্যভাগে পোপাদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সারোয়াতলী ইউনিয়ন, পূর্বে আমুচিয়া ইউনিয়নশ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, উত্তরে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নচরণদ্বীপ ইউনিয়ন এবং পশ্চিমে কধুরখীল ইউনিয়নবোয়ালখালী পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

পোপাদিয়া ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পোপাদিয়া
  • সৈয়দপুর
  • আকুবদণ্ডী
  • আকলিয়া
  • বিদগ্রাম

[2]

শিক্ষা ব্যবস্থা

পোপাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৭৭.৮৪%।[1] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • হাওলা কুতুবিয়া আলিম মাদ্রাসা

[3]

মাধ্যমিক বিদ্যালয়
  • আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়
  • ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়
  • সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • হাওলা উচ্চ বিদ্যালয়

[4]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • এ নূর ব্লসম স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কধুরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাজা গরীবে নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোপাদিয়া শহীদ রফিক স্মৃতি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শহীদ ডাঃ শ্যামল লালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

পোপাদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল গোমদণ্ডী-পোপাদিয়া সড়ক, চরণদ্বীপ-পোপাদিয়া সড়ক এবং আমুচিয়া-পোপাদিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

পোপাদিয়া ইউনিয়নে ২৫টি মসজিদ, ১টি ঈদগাহ ও ১২টি মন্দির রয়েছে।

খাল ও নদী

পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া, সৈয়দপুর, আকুবদণ্ডী, বিদগ্রাম, আকলিয়া গ্রামের মধ্যখানে প্রবাহিত বোয়ালখালী খাল।[6]

হাট-বাজার

পোপাদিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চাঁদার হাট এবং অন্নপূর্ণা হাট।[7]

দর্শনীয় স্থান

  • শ্রী শ্রী কাঁলাচাদ ঠাকুর বাড়ী (পোপাদিয়া)
  • হাওলা পুরী (আকুবদণ্ডী)
  • হাওলা মামা ভাগিনার মাজার শরীফ (সৈয়দপুর)
  • ঐতিহ্যবাহী ঝাড়ুয়া দীঘি (সৈয়দপুর)

[8]

কৃতী ব্যক্তিত্ব

  • আবুল কালাম – প্রাক্তন সংসদ সদস্য।
  • নির্মল লালা – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • নুরুল হুদা – বীর মুক্তিযোদ্ধা।
  • মধুসূদন দত্ত – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
  • রমা চৌধুরী – একাত্তরের বীরাঙ্গনা এবং লেখিকা।

[9]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: এস এম জসিম উদ্দীন[10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বোয়ালখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "পোপাদিয়া ইউনিয়নের গ্রামভিত্তিক লোকসংখ্যা - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  3. "মাদ্রাসা - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  4. "মাধ্যমিকবিদ্যালয় - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41107&union=06%5B%5D
  6. "পোপাদিয়া ইউনিয়ন -"www.popadiaup.chittagong.gov.bd
  7. "হাটবাজার - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  8. "দর্শনীয় স্থান - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  9. "প্রখ্যাত ব্যক্তিত্ব - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"www.popadiaup.chittagong.gov.bd
  10. "পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.