কালাপানিয়া ইউনিয়ন
কালাপানিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কালাপানিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কালাপানিয়া | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°২৭′৪০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলিমুর রাজি টিটু |
আয়তন | |
• মোট | ১০.৩৬ কিমি২ (৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,২৪৩ |
• জনঘনত্ব | ১৮০০/কিমি২ (৪৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
কালাপানিয়া ইউনিয়নের আয়তন ২৫৬০ একর[1] (১০.৩৬ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালাপানিয়া ইউনিয়নের লোকসংখ্যা ১৮,২৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,১২৫ জন এবং মহিলা ৯,১১৮ জন।[2]
অবস্থান ও সীমানা
সন্দ্বীপ উপজেলার উত্তর-পশ্চিমাংশে কালাপানিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সন্তোষপুর ইউনিয়ন ও আমানউল্যা ইউনিয়ন; পূর্বে গাছুয়া ইউনিয়ন; দক্ষিণে বাউরিয়া ইউনিয়ন, সন্দ্বীপ পৌরসভা ও হরিশপুর ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ও চর ক্লার্ক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কালাপানিয়া ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। ১৯৬২ সালের পূর্বে কালাপানিয়া, বাটাজোড়া, কাজিরখীল, দুবলাপাড়, বাওয়া, সাফিনা নগর ও চর রহিম এ ৭টি গ্রাম নিয়ে কালাপানিয়া ইউনিয়ন গঠিত ছিল। বর্তমানে শুধু 'কালাপানিয়া' গ্রাম নিয়েই কালাপানিয়া ইউনিয়ন গঠিত।
শিক্ষা ব্যবস্থা
কালাপানিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.০৬%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়
- কালাপানিয়া উচ্চ বিদ্যালয়
- কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন
- মাদ্রাসা
- কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা
- দারুল উলুম উসওয়াতুল মাদ্রাসা
- সন্দ্বীপ টাউন মহিলা মাদ্রাসা
- মমতাজ ওয়াজেদিয়া নূরানি মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কালিপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপানিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপানিয়া জগত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপানিয়া দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীর্ঘাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দ স্কুল
- নাছির মুন্সীর আনন্দ স্কুল
যোগাযোগ ব্যবস্থা
উপজেলা সদর থেকে কালাপানিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-কালাপানিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম টেক্সী/রিক্সা।
খাল ও নদী
কালাপানিয়া ইউনিয়নের পশ্চিমাংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া এ ইউনিয়নটি নদী ভাঙ্গন কবলিত হওয়ায় অসংখ্য খাল রয়েছে।[10]
হাট-বাজার
কালাপানিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য হাট/বাজারগুলো হল আকবর হাট, বানীর হাট, দীঘির কোণা, বোরহান উদ্দিন মার্কেট, আজাদ মার্কেট (বুধার পুকুর), বত্তার দোকান, ঈদগাহ মার্কেট (তেলী মার্কেট), ইসলাম মার্কেট, মোতালেব মার্কেট এবং আকাশী তলা। মদ্রাসারকোনা [11]
দর্শনীয় স্থান
- হরিশপুর ইউনিয়নের পশ্চিমে জেগে উঠা নতুন চর
এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর জুড়ে বিস্তৃত।[12]
কৃতী ব্যক্তিত্ব
- আছাদুল হক চৌধুরী (সাহেব মিয়া) –– প্রাক্তন চেয়ারম্যান।
- আবু সুফিয়ান –– প্রাক্তন চেয়ারম্যান।
- ক্যাপ্টেন নসরুল্লাহ চৌধুরী –– অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা।
- খায়রুল আলম চৌধুরী –– প্রাক্তন চেয়ারম্যান।
- তাহমিনা হক চৌধুরী –– চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জয়ীতা।
- রফিক উল্লাহ চৌধুরী –– প্রাক্তন সংসদ সদস্য।
- হেনা সাহেব (সিরাজুল মাওলা) –– ধর্মীয় ব্যক্তিত্ব।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আলিমুর রাজি টিটু[14]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | আবু সুফিয়ান | |
০২ | আসাদুল হক চৌধুরী | |
০৩ | মোহাম্মদ মাজেদুল ইসলাম সরকার | |
০৪ | কফিল উদ্দিন | |
০৫ | মোহাম্মদ সাইফুল হক চৌধুরী বায়রণ | ২০১১-২০১৬ |
০৬ | আলিমুর রাজি টিটু | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সন্দ্বীপ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "কলেজ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41103&union=14%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "মসজিদ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "মন্দির - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "খাল ও নদী - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "মোঃসাইফুল হক চৌধুরী - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কালাপানিয়া ইউনিয়ন - কালাপানিয়া ইউনিয়ন"। kalapaniaup.chittagong.gov.bd।