দাঁতমারা ইউনিয়ন
দাঁতমারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দাঁতমারা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() দাঁতমারা | |
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°৪২′৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জানে আলম |
আয়তন | |
• মোট | ৫৫.০৫ কিমি২ (২১.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৫,০০০ |
• জনঘনত্ব | ১৪০০/কিমি২ (৩৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৩.৫৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫৫ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
দাঁতমারা ইউনিয়নের আয়তন ১২,৩৬৭ একর (৫০.০৫ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দাঁতমারা ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৭৫ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় ৩৯ হাজার এবং মহিলা প্রায় ৩৬ হাজার।[2]
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার উত্তরাংশে দাঁতমারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ও পশ্চিমে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে নারায়ণহাট ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন ও রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে দাঁতমারা বলা হত। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ দাঁতমারা হিসেবে পরিচিতি লাভ করে। এবং এ নামেই ইউনিয়নের নামকরণ করা হয়। উল্লেখ্য, দাঁতমারা বাজারকে স্থানীয়ভাবে এক সময় সাবর (সাহেবের) হাট বলে ডাকা হত।[3]
প্রশাসনিক কাঠামো
দাঁতমারা ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামসমূহের নাম |
---|---|
১নং ওয়ার্ড | মরাকয়লা, জিলতলী, দমদমা, সুবলছড়ি, কুমিল্লা পাড়া, কালাকুম, পূর্ব সোনাই, বালুটিলা, মোহাম্মদপুর, ফুলছড়ি, কড়াই বাগান। |
২নং ওয়ার্ড | ইসলামপুর, গিলাতলী, ধর্মপুর, হেয়াকো সওদাগর পাড়া, পশ্চিম শিকদারখিল, হেয়াকো মধ্যম পাড়া, চৌধুরী পাড়া, বাংলা পাড়া |
৩নং ওয়ার্ড | কাঞ্চনা, নিচিন্তা, আধারিয়া টিলা, হোসেনেরখীল, উত্তর বান্দরমারা |
৪নং ওয়ার্ড | বৌদ্দর তলী, কাঞ্চনার তলী, এনায়েতপুর, মনুয়ারখীল, চুরামনি, দুলাচন, কাছিমারখীল, দাওয়াতের টিলা, বড় বেতুয়া, ছোট বেতুয়া, মোজাহিদপুর, হাজিয়ারখীল, নলুয়ার টিলা, পশ্চিম তারাকো |
৫নং ওয়ার্ড | খোশাল পাড়া, মুন্সিপাড়া, করলিয়া, বৈদ্যপাড়া, হাতিমারা, সাপমারা, ফারুকিয়াবাদ, ঘরকাটা |
৬নং ওয়ার্ড | সাইদ মোহাম্মদ পাড়া, ফকির পাড়া, মিয়া পাড়া, আজলা পাড়া, আকবর পাড়া, কাজী পাড়া, পূর্ব তারাকো, কার্তিকপুর, মুহুরীখীল |
৭নং ওয়ার্ড | মাস্টার পাড়া, মুন্সিপাড়া, রত্নপুর, উত্তর বারমাসিয়া, সাদীনগর, বড়ইতলী, নমঃপাড়া |
৮নং ওয়ার্ড | দাঁতমারা, মোহাম্মদপুর, বালুখালী, ফকিরটিলা, একতাপুর, চাপাতলী, পুকুর পাড়া, সোনারখীল, চুরাধন পাড়া, গ্রামপাড়া, খন্দকার পাড়া |
৯নং ওয়ার্ড | সরকার পাড়া, মুসলিমপুর, নতুন পাড়া, চেলাউজান, ধুলিয়াছড়ি, কেচিয়া, হেয়াকো পূর্ব পাড়া, মুসলিম পাড়া, অলীপুর |
শিক্ষা ব্যবস্থা
দাঁতমারা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৫৬%।[1] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- হেয়াকো বনানী ডিগ্রী কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়
- বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়
- শান্তিরহাট উচ্চ বিদ্যালয়
- হাসনাবাদ মদীনাতুল আরব উচ্চ বিদ্যালয়
- হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা
- বালুটিলা মোহাম্মদিয়া নূরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা
- হেয়াকো রহমানিয়া দাখিল মাদ্রাসা
- হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- ফারুকিয়াবাদ ইসলামিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করলিয়া এম কে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাকো বনরূপা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাকো রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধুলিয়াছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফারুকিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ইতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুটিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাংলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিজয় স্মরণী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনুয়ারখীল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রত্নপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনারখীল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- শান্তিরহাট হলি চাইল্ড একাডেমী
যোগাযোগ ব্যবস্থা
দাঁতমারা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
দাঁতমারা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গজারিয়া খাল।[9]
হাট-বাজার
দাঁতমারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বালুটিলা বাজার, হেয়াকো বাজার, দাঁতমারা বাজার, শান্তিরহাট বাজার, নয়াবাদী বাজার, মুন্সিপাড়া বাজার এবং বড়বেতুয়া বাজার।[10]
কৃতী ব্যক্তিত্ব
- ড. বদিউল আলম –– প্রাক্তন অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- ড. হামিদা বেগম –– লেখক ও সহকারী অধ্যাপক, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা।
- ডাঃ আবু নাসের চৌধুরী –– ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
- মাওলানা বদিউল আলম ফারুকী –– ইসলামী ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক।[12]
- সিরাজুল ইসলাম –– প্রাক্তন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ জানে আলম[13]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মাওলানা হাবীব আহমদ | |
০২ | আবু জাফর চৌধুরী শাহীন | |
০৩ | কাজী সিরাজুল ইসলাম | |
০৪ | আবদুল মালেক চৌধুরী | |
০৫ | আবদুল জব্বার চৌধুরী | |
০৬ | আবু তালেব চৌধুরী | |
০৭ | আবদুল মালেক চৌধুরী | |
০৮ | বদরুজ্জমান সিকদার | |
০৯ | মোহাম্মদ জানে আলম | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "ফটিকছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ২১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "দাঁতমারা ইউনিয়নের ইতিহাস - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "কলেজ - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭।
- "মাদ্রাসা - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41104&union=02%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭।
- "খাল ও নদী - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "হাট বাজার - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "দর্শনীয়স্থান - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - দাঁতমারা ইউনিয়ন - দাঁতমারা ইউনিয়ন"। dantmaraup.chittagong.gov.bd।