উত্তর মাদার্শা ইউনিয়ন

উত্তর মাদার্শা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

উত্তর মাদার্শা
ইউনিয়ন
১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ
উত্তর মাদার্শা
বাংলাদেশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৯১°৫১′১৭″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ
আয়তন
  মোট১২.২৯ কিমি (৪.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৪,৭৯২
  জনঘনত্ব২০০০/কিমি (৫২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৮.৫১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

উত্তর মাদার্শা ইউনিয়নের আয়তন ৩০৩৭ একর[1] (১২.২৯ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তর মাদার্শা ইউনিয়নের লোকসংখ্যা ২৪,৭৯২ জন। এর মধ্যে পুরুষ ১১,৮২২ জন এবং মহিলা ১২,৯৭০ জন।[1]

অবস্থান ও সীমানা

হাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে উত্তর মাদার্শা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গড়দুয়ারা ইউনিয়ন, মেখল ইউনিয়নরাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন; পশ্চিমে ফতেপুর ইউনিয়নচিকনদণ্ডী ইউনিয়ন; দক্ষিণে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন, হালদা নদীরাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন এবং পূর্বে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন, হালদা নদীরাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

উত্তর মাদার্শা হাটহাজারী উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর মাদার্শা
  • মাহলুমা
  • রহমতঘোনা
  • নতুন হাট
  • মাদার্শা
  • মাছুয়াঘোনা
  • রোসাঙ্গীয়াঘোনা
  • মুন্সিঘোনা

নামকরণ

প্রখ্যাত সুফিসাধক হযরত বদিউদ্দিন শাহ মাদার বা মাদারী শাহ এর নাম অনুসারে মাদার্শা গ্রামের নামকরণ করা হয়েছে।[2]

ইতিহাস

১৯৬০ খ্রিষ্টাব্দের আগে গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা 'মাদার্শা' নামেই একটি ইউনিয়ন ছিল।[2]

শিক্ষা ব্যবস্থা

উত্তর মাদার্শা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৫১%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[3]

মাদ্রাসা
  • তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  • মোহাম্মদিয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  • আয়েশা ছিদ্দিক মহিলা মাদ্রাসা
  • মাদার্শা হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা
  • শাহ মজিদিয়া মাদ্রাসা

[4]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • মাদার্শা আইডিয়াল কিন্ডারগার্টেন

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মাদার্শা আনোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়
  • উত্তর মাদার্শা দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাফা মোতালেব মুন্সিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাড়িয়াঘোনা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাড়িয়াঘোনা (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাড়িয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাছুয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রহমতঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামদাসহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোসাঙ্গিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়[6]

কিন্ডারগার্টেন

  • আল ইকরা কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

উত্তর মাদার্শা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল হাটহাজারী-উত্তর মাদার্শা সড়ক, মদুনাঘাট-উত্তর মাদার্শা সড়ক এবং ফতেয়াবাদ-উত্তর মাদার্শা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

উত্তর মাদার্শা ইউনিয়নে ৪৬টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[7]

খাল ও নদী

উত্তর মাদার্শা ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে হালদা নদী[8]

হাট-বাজার

উত্তর মাদার্শা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলঃ

  • ছৈয়দ আহমদ হাট
  • বদিউল আলম হাট
  • মাহলুমা বাজার
  • মৌলানা সাহেবের পুল বাজার
  • রামদাস মুন্সীর হাট

[9]

দর্শনীয় স্থান

ফতেয়াবাদ হতে মাদার্শা স্কুল গেলে ওখান থেকেই দেখতে পাওয়া যায় হালদা নদী।[10]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ[11]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "উত্তর মাদার্শা ইউনিয়নের ইতিহাস - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  3. "মাধ্যমিকবিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41111&union=10%5B%5D
  7. "মসজিদ ও ঈমামদের নাম ও মোবাইল নম্বর - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  8. "নদী ও খাল - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  9. "হাট বাজারের তালিকা - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd
  11. "- উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"northmadarshaup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.