ছিপাতলী ইউনিয়ন
ছিপাতলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ছিপাতলী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ছিপাতলী | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪″ উত্তর ৯১°৪৯′৪৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নুরুল আহসান বাবু |
আয়তন | |
• মোট | ৪.৪২ কিমি২ (১.৭১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৫৭৭ |
• জনঘনত্ব | ২২০০/কিমি২ (৫৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৭৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
ছিপাতলী ইউনিয়নের আয়তন ১০৯২ একর[1] (৪.৪২ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছিপাতলী ইউনিয়নের লোকসংখ্যা ৯,৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ৫,০৭২ জন এবং মহিলা ৪,৫০৫ জন।[1]
অবস্থান ও সীমানা
হাটহাজারী উপজেলার পূর্বাংশে ছিপাতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নাঙ্গলমোড়া ইউনিয়ন ও গুমানমর্দন ইউনিয়ন, পশ্চিমে মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে হাটহাজারী পৌরসভা ও মেখল ইউনিয়ন এবং পূর্বে হালদা নদী ও রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
১৯৭৩ খ্রিষ্টাব্দের পূর্বে ছিপাতলী গুমানমর্দন ইউনিয়নের একটি ওয়ার্ড ছিল। ১৯৭৩ সনে ছিপাতলী ইউনিয়নে রূপান্তরিত করা হয়।[2]
নামকরণ
১৫২৫ ইং সনে ছিপাতলী গ্রামে নশরত শাহের সৈনিকদের সামরিক ছাউনী ছিল। সিপাহী অর্থাৎ সিপাই শব্দ থেকে বিবর্তিত হয়ে ছিপাই শব্দের উৎপত্তি হয়েছে । লোক মুখে জানা যায় সিপাইতলী হতে ছিপাইতলী তৎপর ছিপাতলী নামে খ্যাত হয়েছে এই এলাকা। অনুরূপভাবে নামকৃত হয়েছে এখানকার হালদা নদীর সিপাইঘাট।[2]
প্রশাসনিক কাঠামো
ছিপাতলী ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। তৎকালীন গুমানমর্দন ইউনিয়নের ছিপাতলী মৌজা নিয়ে এ ইউনিয়ন গঠিত। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:
- ছিপাতলী
- কাজিরখীল[3]
শিক্ষা ব্যবস্থা
ছিপাতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৫৬%।[1] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিপাতলী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিপাতলী কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিপাতলী লাল মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ছিপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ছিপাতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হাটহাজারী-ছিপাতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
ছিপাতলী ইউনিয়নে ১০টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[6]
হাট-বাজার
ছিপাতলী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বোয়ালির মুখ বাজার।[8]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল আহসান বাবু[11]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | অধ্যাপক ফরিদ আহমদ | ১৯৭৪-১৯৮৪ |
০২ | শেখ নুরুজ্জামান | ১৯৮৪-১৯৯২ |
০৩ | মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার | ১৯৯২-১৯৯৭ |
০৪ | মুহাম্মদ সিরাজুল হক | ১৯৯৭-২০০২ |
০৫ | মোহাম্মদ জয়নুল আবেদীন | ২০০৩-২০১১ |
০৬ | মোহাম্মদ আলী আকবর | ২০১১-২০১৬ |
০৭ | মোহাম্মদ নুরুল আহসান বাবু | ২০১৬-বর্তমান |
তথ্যসূত্র
- "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "ইউনিয়নের ইতিহাস - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "এক নজরে ছিপাতলী - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41111&union=06%5B%5D
- "ধর্মীয়প্রতিষ্ঠান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "নদ নদির তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "দর্শনীয় স্থান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "- ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"। chipataliup.chittagong.gov.bd।