ছিপাতলী ইউনিয়ন

ছিপাতলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ছিপাতলী
ইউনিয়ন
৬নং ছিপাতলী ইউনিয়ন পরিষদ
ছিপাতলী
বাংলাদেশে ছিপাতলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪″ উত্তর ৯১°৪৯′৪৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ নুরুল আহসান বাবু
আয়তন
  মোট৪.৪২ কিমি (১.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৯,৫৭৭
  জনঘনত্ব২২০০/কিমি (৫৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৯.৭৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ছিপাতলী ইউনিয়নের আয়তন ১০৯২ একর[1] (৪.৪২ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছিপাতলী ইউনিয়নের লোকসংখ্যা ৯,৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ৫,০৭২ জন এবং মহিলা ৪,৫০৫ জন।[1]

অবস্থান ও সীমানা

হাটহাজারী উপজেলার পূর্বাংশে ছিপাতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নাঙ্গলমোড়া ইউনিয়নগুমানমর্দন ইউনিয়ন, পশ্চিমে মির্জাপুর ইউনিয়ন, দক্ষিণে হাটহাজারী পৌরসভামেখল ইউনিয়ন এবং পূর্বে হালদা নদীরাউজান উপজেলার গহিরা ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

১৯৭৩ খ্রিষ্টাব্দের পূর্বে ছিপাতলী গুমানমর্দন ইউনিয়নের একটি ওয়ার্ড ছিল। ১৯৭৩ সনে ছিপাতলী ইউনিয়নে রূপান্তরিত করা হয়।[2]

নামকরণ

১৫২৫ ইং সনে ছিপাতলী গ্রামে নশরত শাহের সৈনিকদের সামরিক ছাউনী ছিল। সিপাহী অর্থাৎ সিপাই শব্দ থেকে বিবর্তিত হয়ে ছিপাই শব্দের উৎপত্তি হয়েছে । লোক মুখে জানা যায় সিপাইতলী হতে ছিপাইতলী তৎপর ছিপাতলী নামে খ্যাত হয়েছে এই এলাকা। অনুরূপভাবে নামকৃত হয়েছে এখানকার হালদা নদীর সিপাইঘাট।[2]

প্রশাসনিক কাঠামো

ছিপাতলী ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। তৎকালীন গুমানমর্দন ইউনিয়নের ছিপাতলী মৌজা নিয়ে এ ইউনিয়ন গঠিত। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রাম ২টি হল:

  • ছিপাতলী
  • কাজিরখীল[3]

শিক্ষা ব্যবস্থা

ছিপাতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৫৬%।[1] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়

[4]

প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছিপাতলী লাল মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ছিপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

ছিপাতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হাটহাজারী-ছিপাতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

ছিপাতলী ইউনিয়নে ১০টি মসজিদ ও ৭টি ঈদগাহ রয়েছে।[6]

খাল ও নদী

ছিপাতলী ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে বোয়ালিয়া খাল।[7]

হাট-বাজার

ছিপাতলী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বোয়ালির মুখ বাজার।[8]

দর্শনীয় স্থান

[9]

কৃতী ব্যক্তিত্ব

[10]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল আহসান বাবু[11]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নংচেয়ারম্যানের নামমেয়াদকাল
০১অধ্যাপক ফরিদ আহমদ১৯৭৪-১৯৮৪
০২শেখ নুরুজ্জামান১৯৮৪-১৯৯২
০৩মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার১৯৯২-১৯৯৭
০৪মুহাম্মদ সিরাজুল হক১৯৯৭-২০০২
০৫মোহাম্মদ জয়নুল আবেদীন২০০৩-২০১১
০৬মোহাম্মদ আলী আকবর২০১১-২০১৬
০৭মোহাম্মদ নুরুল আহসান বাবু২০১৬-বর্তমান

[12]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "ইউনিয়নের ইতিহাস - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  3. "এক নজরে ছিপাতলী - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41111&union=06%5B%5D
  6. "ধর্মীয়প্রতিষ্ঠান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  7. "নদ নদির তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  8. "হাট বাজারের তালিকা - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  9. "দর্শনীয় স্থান - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  10. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  11. "- ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ছিপাতলী ইউনিয়ন - ছিপাতলী ইউনিয়ন"chipataliup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.