ওসমান সরওয়ার আলম চৌধুরী
ওসমান সরওয়ার আলম চৌধুরী (জন্ম: ১৮ অক্টোবর ১৯৩৭- মৃত্যু: ২৭ আগস্ট ২০১০) বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। পূর্ব পাকিস্তানের এমএনএ ও বাংলাদেশের সাবেক সাংসদ। তিনি ১৯৭০ পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে এমএনএ ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।[1]
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী | |
---|---|
![]() | |
পুর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের এমএনএ | |
কাজের মেয়াদ ১৯৭০ – ১৯৭১ | |
চট্টগ্রাম-১৮ (রামু-টেকনাফ-উখিয়া) আসনের সাবেক সংসদ সদস্য
(বর্তমান কক্সবাজার-৪ ও কক্সবাজার-৩ এর একাংশ) | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
উত্তরসূরী | শাহজাহান চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৮ অক্টোবর ১৯৩৭ মন্ডল পাড়া গ্রাম, ফতেখাঁরকুল, রামু, কক্সবাজার, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৭ আগস্ট ২০১০ কক্সবাজার |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রওশন সরওয়ার আলম চৌধুরী |
সন্তান | সাইমুম সরওয়ার কমল সোহেল সরওয়ার কাজ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় |
জন্ম ও প্রাথমিক জীবন
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ১৮ অক্টোবর ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মালেকুজ্জামান সিকদার ফতেখাঁরকুল ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন।
শিক্ষা জীবন
ওসমান সরওয়ার আলম চৌধুরী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৫ সালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে ১৯৫৭ সালে চট্টগ্রাম নাইট কলেজ থেকে থেকে আইএ পাশ করেন। এর পর সালে ঢাকা কলেজ থেকে ১৯৫৯ সালে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৬১ সালে এমএ পাশ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ১৯৬১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়র ইকবাল হল ছাত্র সংসদের এজিএস ও ১৯৬২ থেকে ১৯৬৩ সালে ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন। লাহোরে ছাত্র নেতৃত্ব প্রশিক্ষণ শিবিরে যোগ দেন ১৯৬২ সালে। হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন ১৯৬৩ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ ও পুনর্বাসন প্রকল্পে সক্রিয় ভূমিকা পালন করেন।
তিনি ১৯৭০ পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে এমএনএ ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।[1] প্রথম জাতীয় সংসদ তিনি বন মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির উপদেষ্টা ছিলেন। ১৯৯৭ সাল হতে ২০০১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।[2]
পারিবারিক জীবন
ওসমান সরওয়ার আলম চৌধুরীর স্ত্রী বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী। তার ছেলে সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য। সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেয়ে নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।[3]
আরও দেখুন
তথ্যসূত্র
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "কক্সবাজার-৪: পুনরুদ্ধারে মরিয়া বিএনপি"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- "রওশন সরওয়ার আলম চৌধুরী | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- BanglaNews24.com। "মানবতার রাজনীতি করেছিলেন ওসমান সরওয়ার"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।
- "সাবেক এমপি ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী'র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯।