শাহজাহান চৌধুরী (কক্সবাজারের রাজনীতিবিদ)
শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও সাবেক সাংসদ। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয়, ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।[1][2][3]
শাহজাহান চৌধুরী | |
---|---|
কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৭৯–১৯৮৩ ১৯৯১–ফেব্রুয়ারি ১৯৯৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (১৯৮৯-১৯৯৬) |
পেশা | রাজনীতিবিদ |
জন্ম ও প্রাথমিক জীবন
শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে অবিভক্ত রামু-টেকনাফ-উখিয়া আসন হতে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৯ সালে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়ে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ পুনরায় সাংসদ নির্বাচিত হন। এর পর আবার বিএনপিতে যোগ দিয়ে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। কক্সবাজার-৩ আসন থেকেও ১৯৯১ সালে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।[1][2][3][4][5][6]
আরও দেখুন
তথ্যসূত্র
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "শাহজাহান চৌধুরী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- "Cox's Bazar 4 constituency: Surplus of AL candidates against lone BNP candidate"। Dhaka Tribune। ৩১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।