আবদুস সাত্তার মন্ডল
আবদুস সাত্তার মন্ডল একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি ২য় ও ৬ষ্ঠ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
আবদুস সাত্তার মন্ডল | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
সংসদীয় এলাকা | রাজশাহী-১৩ |
সংসদীয় এলাকা | রাজশাহী-৪ |
ব্যক্তিগত বিবরণ | |
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
মণ্ডল ১৯৭৯ সালে অনুষ্ঠিত ২য় জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১৩ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1]
তিনি ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ ও মুসলিম লীগের নিকট পরাজিত হন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এবং তিনি ৩য় স্থান অর্জন করেছিলেন।[2] ১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন, সেখানে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছিল।[3]
মন্ডলের ভাই অধ্যক্ষ নজরুল ইসলাম একই আসনে ২০০৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
তথ্যসূত্র
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৬ষ্ঠ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.