আবদুল্লাহ আল নোমান

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ[1] এবং সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী।[2]

আবদুল্লাহ আল নোমান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১  ১৯৯৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
খাদ্য মন্ত্রী
কাজের মেয়াদ
১৩ মার্চ ২০০২  ২৯ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

কর্মজীবন

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।[2] ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়[1] এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি।[1]

নির্বাচন

সাধারণ নির্বাচন সংসদীয় আসন ভোট শতাংশ (মোট ভোট) রাজনৈতিক দল ফলাফল
২০০৮চট্টগ্রাম-৯১২৭,৮১৫৪৫.৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলব্যর্থতা
২০০১চট্টগ্রাম-৯১৩১,৬৩৯৫২.৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিজয়ী
১৯৯৬চট্টগ্রাম-৯৮৫,১৭১৪১.৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলব্যর্থতা
১৯৯১চট্টগ্রাম-৯৪৯,৮১৮৪৫.২বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিজয়ী

তথ্যসূত্র

  1. "চট্টগ্রাম-১০ আসনে নোমান, বন্দরে খসরু"bdnews24.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮
  2. "আ'লীগে প্রার্থীর ছড়াছড়ি বিএনপিতে নোমান"www.jugantor.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.