আব্দুল মোমেন তালুকদার
আবদুল মোমিন তালুকদার খোকা একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, সাবেক সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[1][2][3]
সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা | |
---|---|
| |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বগুড়া |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জীবিকা | ব্যবসা ও রাজনীতি |
ধর্ম | মুসলিম |
জন্ম ও প্রাথমিক জীবন
আবদুল মোমিন তালুকদার খোকা বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মজিদ তালুকদার বগুড়া-৩ আসনের তিনবার (১৯৭৯, ১৯৯১ ও জুন ১৯৯৬) নির্বাচিত সংসদ সদস্য।
রাজনৈতিক ও কর্মজীবন
আবদুল মোমিন তালুকদার খোকা বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[1][2][3][4]
বিতর্ক
আবদুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, অপহরণ, হত্যা-গণহত্যাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।[4] ২০১১ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। পরে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তিনি পলাতক রয়েছেন। মামলাটি এখনো বিচারাধীন এবং তিনি পলাতক আছেন। একই অভিযোগ তার পিতা আব্দুল মজিদ তালুকদারের বিরুদ্ধেও ছিল। [5][6][7]
তথ্যসূত্র
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "আবদুল মোমিন তালুকদার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- BanglaNews24.com। "বগুড়ার মোমিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- "যুদ্ধাপরাধ মামলায় সাক্ষী: দলীয় সহকর্মীকে আওয়ামী লীগ নেতার হুমকি"। Dhaka Tribune Bangla। ২০১৯-০৭-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- "বিএনপির সাবেক এমপি মোমিনের বিরুদ্ধে তদন্ত প্রস্তুত"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- "সম্পদে স্বামীকে ছাড়িয়ে মাছুদা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।