আতাউদ্দিন খান
আতাউদ্দিন খান একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং ঢাকা-১০ এর সাবেক সংসদ সদস্য।
আতাউদ্দিন খান | |
---|---|
ঢাকা-১০ এর সাবেক সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৭৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ২০১৫ সাল ১ ডিসেম্বর ঢাকা নবাবগঞ্জে |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
কর্মজীবন
খান ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঢাকা -১০ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে ১৯৬৫ সালে মুসলিম লীগ এর প্রার্থী হিসাবে পাকিস্তানের সংসদে নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মন্ত্রিসভায় তিনি অর্থ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালে, তিনি কে এম ওবায়দুর রহমান এর প্রতিষ্ঠিত জনতা দলে যোগ দেন [1] ।তিনি শ্রমিক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন [2] । অভ্যুত্থান শুরু করার কারনে তাকে জেনারেল এরশাদ গ্রেপ্তার করেছিলেন [2].[3] ।
মৃত্যু
২০১৫ সালের ১ ডিসেম্বর খান মারা যান। তাঁকে ঢাকা নবাবগঞ্জে সমাধিস্থ করা হয় [4] ।
তথ্যসূত্র
- "Ex-junior minister Atauddin dies; Khaleda mourns"। unb.com.bd (ইংরেজি ভাষায়)। United News। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- "Bangladesh's new martial law regime canceled a celebration of..."। UPI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- Campbell, Colin; Times, Special To the New York (২৭ মার্চ ১৯৮২)। "New Bangladesh Regime Arrests 200"। The New York Times। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- "Former minister Ata Uddin dies"। New Age। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.