বিয়ানীবাজার পৌরসভা
বিয়ানীবাজার পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার অধীনে বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত একটি প্রথম শ্রেণীর পৌরসভা।[1][2][3][4]
বিয়ানীবাজার | |
---|---|
পৌরসভা | |
![]() | |
![]() ![]() বিয়ানীবাজার | |
স্থানাঙ্ক: ২৪.৮২৫০° উত্তর ৯২.১৬২৫° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট |
জেলা | সিলেট |
উপজেলা | বিয়ানীবাজার |
প্রতিষ্ঠাকাল | ২০০১ |
আসন | সিলেট- ৬ |
সরকার | |
• মেয়র | মোঃ আব্দুস শুকুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান
সিলেট শহর থেকে ৫১ কিঃ মিঃ পূর্বে বিয়ানীবাজার পৌরসভার অবস্থান। পৌরসভার উত্তরে কুড়ারবাজার ইউনিয়ন, দক্ষিণে মোল্লাপুর ইউনিয়ন, পূর্বে মুড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে মাথিউরা ইউনিয়ন ও মোল্লাপুর ইউনিয়ন।[1][5]
ইতিহাস
৩০ এপ্রিল ২০০১ সালে বিয়ানীবাজার পৌরসভা গঠিত হয়। ১৭ মে ২০০৫ সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়। ৩১ জুলাই ২০১৭ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিয়ানীবাজার হচ্ছে সর্ববৃহৎ তেলের খনি। বিয়ানীবাজারের আনারসের খ্যাতি দেশ জুড়ে। এছাড়া কমলালেবু, ভুবি (লটকন ফল),লিচু, সুগন্ধি তেজপাতা, সাতকরার সুনাম সুবিদিত।[1][5]
আয়তন ও জনসংখ্যা
আয়তন - ১৮.১৭ বর্গকিঃমিঃ। লোকসংখ্যা ৪৫০০০ জন।[1]
শিক্ষার হার
শিক্ষার হার - ৫৯.০৩ %।
কৃতী ব্যক্তিত্ব
- শ্রীবাস পন্ডিত - শ্রী চৈতন্যের অন্যতম পার্ষদ
- নৈমায়িক রঘুনাথ শিরোমনি
- বৃন্দাবন দাস ঠাকুর
- নৈমায়িক মহেশ্বর ন্যায়লংকার,
- কৃষ্ণা প্রিয়া চৌধুরাণী - সিলেটের প্রথম মহিলা কবি
তথ্যসূত্র
- "বিয়ানীবাজার পৌরসভা, সিলেট"। জাতীয় ই-তথ্যকোষ। ২২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- BanglaNews24.com। "বিয়ানীবাজার পৌর নির্বাচন: কে হচ্ছেন প্রথম মেয়র?"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- sylhetview24.com। "বিয়ানীবাজার পৌরসভা প্রথম গ্রেডে উন্নীত"। www.sylhetview24.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "বিয়ানীবাজার পৌরসভার ৪২ কোটি টাকার বাজেট পেশ"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "বিয়ানীবাজার হবে প্রবাসীদের শহর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.