জগন্নাথপুর পৌরসভা

জগন্নাথপুর পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত পৌরসভা

জগন্নাথপুর পৌরসভা
পৌরসভা
জগন্নাথপুর পৌরসভা
বাংলাদেশে জগন্নাথপুর পৌরসভার অবস্থান
জগন্নাথপুর পৌরসভা
বাংলাদেশে জগন্নাথপুর পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৪.৭৭১৩° উত্তর ৯১.৫৬০৩° পূর্ব / 24.7713; 91.5603
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
উপজেলাজগন্নাথপুর উপজেলা
প্রতিষ্ঠা১১৯৯[1]
আসন২২৬ সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর)[2]
সরকার
  মেয়রআলহাজ্ব আব্দুল মনাফ
আয়তন
  মোট২৬.৮৫ কিলোমিটার কিমি ( বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৪০,৬৯৯
সাক্ষরতার হার
  মোট৪৫.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইট{{http://jagannathpur.sunamganj.gov.bd/site/page/414e3392-0757-11e7-a6c5-286ed488c766/এক%20নজরে%20পৌরসভা}}

ইতিহাস

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামোর প্রধান হিসাবে আছেন পৌরসভার মেয়র। প্রধানত তিনটি শাখা নিয়ে পৌরসভা গঠিত। প্রকৌশল বিভাগ, প্রশাসন বিভাগ এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্ন বিভাগ। প্রকৌশল বিভাগে একজন নির্বাহী প্রকৌশলী, প্রশাসন বিভাগে একজন সচিব এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্ন বিভাগে একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন।[2]

সীমানা

জগন্নাথপুর পৌরসভা জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর উত্তরে পাটলী ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কলকলিয়া ইউনিয়ন, পূর্বে মীরপুর ইউনিয়ন, দক্ষিণে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নরাণীগঞ্জ ইউনিয়ন, দক্ষিণে-পশ্চিমে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এবং পশ্চিমে কলকলিয়া ইউনিয়ন ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন অবস্থিত।

মৌজা

জনপরিসখ্যান

শিক্ষা প্রতিষ্ঠান

জগন্নাথপুর মহাবিদ্যালয়, জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ।

তথ্যসূত্র

  1. বাংলাপিডিয়া
  2. সুনামগঞ্জ জেলা তথ্য বাতায়ন 'জগন্নাথপুর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.