মীরপুর ইউনিয়ন
মীরপুর ইউনিয়ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এর আয়তন ২৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২১,৩৬৪।[1]
মীরপুর | |
---|---|
ইউনিয়ন | |
৩নং মীরপুর ইউনিয়ন পরিষদ | |
![]() বাংলাদেশে মীরপুর ইউনিয়নের অবস্থান | |
![]() ![]() মীরপুর ![]() ![]() মীরপুর | |
স্থানাঙ্ক: ২৪°৪৭′২৪.০০০″ উত্তর ৯১°৩৮′৩৯.৯৯৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | জগন্নাথপুর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জমির উদ্দিন |
আয়তন | |
• মোট | ২৮ কিমি২ (১১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৩৬৪ |
• জনঘনত্ব | ৭৬০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৫৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৪৭ ৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
মীরপুর ইউনিয়ন ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ৮টি ইউনিয়নের মধ্যে ৩নং মীরপুর ইউনিয়ন উপজেলার উত্তর-পূর্ব অংশে অবস্থিত। জন্মলগ্ন থেকে মীরপুর ইউনিয়ন মীরপুর গ্রামের নামে প্রতিষ্ঠালাভ করে। জামাইকাটা হাওরের ধান ও মাছ উৎপাদনে মীরপুর ইউনিয়নের ভূমিকা অপরিসীম। উল্লেখ্য যে, এ ইউনিয়নটি প্রবাসী অধ্যূষিত। অধিকাংশ লোকই প্রবাসে অবস্থান করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অবস্থান ও সীমানা
জগন্নাথপুর উপজেলার উত্তর-পূর্বে মীরপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এই ইউনিয়নের পূর্বে সিলেটের বিশ্বনাথ উপজেলা, পশ্চিমে পাটলী ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভা, উত্তরে ছাতক উপজেলা এবং দক্ষিণে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মীরপুর জগন্নাথপুর উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে ২০টি মৌজা, ২৮টি গ্রাম এবং ৯টি ওয়ার্ড রয়েছে।
ভাষা ও সংস্কৃতি
অত্র ইউনিয়নের লোকজন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মীরপুর সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি অঞ্চল।
দর্শনীয় স্থানসমূহ
হাট-বাজার
মীরপুর ইউনিয়নের বাজারগুলো হল মীরপুর বাজার, শ্রীরামসী বাজার, কেউনবাড়ি বাজার ও লামাটুকের বাজার।
নদ-নদী ও হাওর
মীরপুর ইউনিয়নে রয়েছে সুবিশাল জামাইকাটা হাওর। এছাড়া রয়েছে যোগনী খাল, মেঘাখালী খাল ও বিন্নাটেকির খাল।
তথ্যসূত্র
- "মীরপুর ইউনিয়ন"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।