কমলগঞ্জ পৌরসভা

কমলগঞ্জ পৌরসভা বংলাদেশের সিলেট বিভাগ-এর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা। এই পৌরসভায় ২৭২৬ টি পরিবার বাস করে।

কমলগঞ্জ পৌরসভা
স্থানীয় সরকার
নির্বাচন
ভোটদান ব্যবস্থাএফপিটিপি
সভাস্থল
কমলগঞ্জ পৌরসভা কার্যালয়

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশের ২০০১ আদমশুমারি অনুযায়ী কমলগঞ্জ পৌরসভার জনসংখ্যা ১৪০৬৬ জন।[1] এর মধ্যে মহিলা ৭২৩২ জন, এবং পুরুষ ৬৮৩৪ জন। কমলগঞ্জ পৌরসভার সাক্ষরতার হার ৪৯.১৯%।

ভৌগলিক উপাত্ত

এলাকাটি ভৌগলিক দিক থেকে ২৪.৪১৬৭° উত্তর ৯১.৮৬৬৭° পূর্ব / 24.4167; 91.8667[2] অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করে। সমূদ্রপৃষ্ট থেকে এলাকাটির গড় উচ্চতা ১০ মিটার (৩৬ ফুট)।

প্রশাসনিক অবকাঠামো

কমলগঞ্জ পৌরসভার আয়তন ৯.৮৩ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড এবং ২৯ টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা

পৌরসভার বর্তমান মেয়র মো.জুয়েল আহমেদ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৯
  2. "Munshi_Bazar, Kamalgonj"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.