সাইফুর রহমান স্টেডিয়াম
মৌলভীবাজার জেলা স্টেডিয়াম (এম সাইফুর রহমান স্টেডিয়াম নামেও পরিচিত) ২০০১ সালে নির্মিত[1], বাংলাদেশের মৌলভীবাজারে অবস্থিত একটি বহুক্রীড়া স্টেডিয়াম[2]। বর্তমানে এখানে বয়স ভিত্তিক ক্রিকেট[3] এবং ফুটবল[4][5] ম্যাচ বেশি খেলা হয়ে থাকে, এছাড়াও ঘোড়াদৌড় প্রতিযোগিতাও হয়[6][7] । এই স্টেডিয়ামে ১৫,০০০ লোক ধারণ ক্ষমতা রয়েছে।[8] স্টেডিয়াম কমপ্লেক্সে একটি ইনডোর স্টেডিয়াম রয়েছে।[9]
অবস্থান | মৌলভীবাজার, বাংলাদেশ |
---|---|
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ১৫,০০০ |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
নির্মিত | ২০০১ |
উন্মোচন | ২০০৫ |
তথ্যসূত্র
- "মৌলভীবাজার স্টেডিয়ামে সংস্কারের অভাবে ঝুঁকির মুখে গ্যালারি"। www.independent24.com/। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "মৌলভীবাজার জেলা"। খেলাধূলা ও বিনোদন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু সোমবার | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "শুরু হচ্ছে সেইলর বাফুফে জাতীয় অনুর্দ্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ"। sylhettoday24.news। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "মৌলভীবাজারে জয়ী হবিগঞ্জ"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত"। আমাদের সময়.কম। ২০১৭-১২-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- "মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- http://wikimapia.org/7093102/Saifur-Rahman-Stadium
- "মৌলভীবাজার ক্রীড়া সংস্থায় যুক্ত হলো ইনডোর স্টেডিয়াম"। Odhikar। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.