দোহার পৌরসভা

দোহার পৌরসভা ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল। এ উপজেলার জয়পাড়া, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালে দোহার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর উত্তরে রয়েছে রাইপাড়া ইউনিয়ন, দক্ষিণে সুতারপাড়া, পূর্বে সুতারপাড়া ও বিলাশপুর এবং পশ্চিমে মাহমুদপুর ইউনিয়ন। এটি প্রথম শ্রেণির ('ক' শ্রেণি) পৌরসভা।[1][2]

দোহার পৌরসভা
পৌরসভা
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা
জেলাঢাকা
উপজেলাদোহার
প্রতিষ্ঠাকাল২০০০ খ্রিস্টাব্দ
আয়তন
  মোট২১.১২ কিমি (৮.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৭১,৩৬২
  জনঘনত্ব৩৪০০/কিমি (৮৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

প্রশাসনিক এলাকা

পৌরসভা কার্যালয়ের অবস্থান
পৌরসভার শ্রেণী'ক' শ্রেণি
আয়তন২১.১২ বর্গ কিলোমিটার
মৌজা
গ্রাম
জনসংখ্যা৭১,৩৬২ জন[1][2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.