দক্ষিণখান ইউনিয়ন
দক্ষিণখান আদর্শ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন।[1] যা ঢাকা সিটি করপোরেশনের সাথে সঙ্গে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিসিসির অন্তর্ভুক্ত করা হয়। [2][3]
দক্ষিণখান | |
---|---|
সাবেক ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() দক্ষিণখান | |
স্থানাঙ্ক: ২৩°৫৩′০″ উত্তর ৯০°২৭′০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | তেজগাঁও উন্নয়ন সার্কেল ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | এস.এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
দক্ষিণখান থানার উত্তরে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত থানা, পূর্বে উত্তরখান থানা ও পশ্চিমে বিমানবন্দর থানা অবস্থিত।
ইতিহাস
১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন ছিল। যা ঢাকা সিটি করপোরেশনের সাথে সঙ্গে একীভূত করা হয়।
আয়তন ও জনসংখ্যা
জনসংখ্যা প্রায় ৫,২৯,৫০০।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ
শিক্ষার হার : শিক্ষার হার ৬৮.৮৭%। পুরুষ ও মহিলাদের মধ্যে এই হার যথাক্রমে ৭৩.৫৭% ও ৬৩.০৬%।
শিক্ষা প্রতিষ্ঠাণ
দর্শনীয় স্থান
কৃতী ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
সর্বশেষ চেয়ারম্যান- এস.এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা)
চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
- "দক্ষিণখান ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
- "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
- বাংলাপিডিয়া, বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ। "দক্ষিণখান থানা - বাংলাপিডিয়া"। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।