মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া, বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা ও থানা। বাংলাদেশের বড় উপজেলাগুলোর মধ্যে একটি।

মঠবাড়িয়া
উপজেলা
মঠবাড়িয়া
মঠবাড়িয়া
বাংলাদেশে মঠবাড়িয়া উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৭′২৬″ উত্তর ৮৯°৫৮′৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাপিরোজপুর জেলা
আয়তন
  মোট৩৫৩.২৫ কিমি (১৩৬.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা [1]
  মোট২,৬২,৮৪১
  জনঘনত্ব৭৪০/কিমি (১৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ৭৯ ৫৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগোলিক অবস্থান ও পরিচিতি

মঠবাড়ীয়ার ভৌগোলিক অবস্থানঃ বিষুব রেখার উত্তরেঃ ২২ ডিগ্রী - ০৯ মিঃ উত্তর অক্ষাংশ হতে ২২ ডিগ্রী - ২৪ মিঃ উত্তর অক্ষাংশ পর্যন্ত। এবং গ্রীনিচের পূর্বেঃ ৮৯ ডিগ্রী - ৫২ মিঃ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯০ ডিগ্রী - ০৩ মিঃ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত।

এ উপজেলার সীমারেখাঃ উত্তরে - পিরোজপুর সদর উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা এবং কচ্চা নদ, পূর্বে - কাঁঠালিয়া উপজেলা এবং বামনা উপজেলা, দক্ষিণে - পাথরঘাটা উপজেলা, এবং পশ্চিমে - মোরেলগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা ও বলেশ্বর নদ।

প্রতিষ্ঠাকাল

প্রশাসন মঠবাড়িয়া থানা প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে।

প্রশাসনিক এলাকাসমূহ

মঠবাড়িয়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মঠবাড়িয়া থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঠবাড়িয়া উপজেলার মোট জনসংখ্যা ২,৬২,৮৪১ জন। এর মধ্যে পুরুষ ১,২৮,৮৪৫ জন এবং মহিলা ১,৩৩,৯৯৬ জন। মোট পরিবার ৬১,১৮৭টি।[2]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঠবাড়িয়া উপজেলার সাক্ষরতার হার ৬১.৭%।[2]

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১১৫টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয় : ৮৪ টি
  • জুনিয়র উচ্চ বিদ্যালয় : ৭ টি
  • উচ্চ বিদ্যালয় : সহশিক্ষা ৩৫টি, বালিকা ৫টি
  • দাখিল মাদ্রাসা : ৩২টি
  • আলিম মাদ্রাসা : ৯টি
  • ফাজিল মাদ্রাসা : ৭টি
  • কামিল মাদ্রাসা : ১টি
  • কলেজ : সহপাঠ ৭টি, বালিকা ১টি

কৃতি ব্যক্তি

  • শহীদ নূর হোসেন (১৯৬১ - ১০ নভেম্বর ১৯৮৭) - রাজনৈতিক কর্মী।
  • মহিউদ্দিন আহমেদ (১৯২৫-১৯৯৭) - রাজনীতিবিদ;
  • খান সাহেব হাতেম আলী জমাদার (১৮৭২-১৯৮২) - বঙ্গীয় প্রাদেশিক আইন সভার সদস্য;
  • মেজর (অবঃ) মেহেদী আলী ইমাম (মৃত্যুঃ ১৯৯৬) - স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী, বীরবিক্রম;
  • করপোরাল আব্দুস সামাদ (মৃত্যু ২০১৮) - আগরতলা ষড়যন্ত্র মামলার ৮ নং আসামী;
  • গনপতি হালদার- ১৯৭১ সালের শহীদ।

অর্থনীতি

কৃষি
  • মোট জমির পরিমাণ : ২৩,৫০০ হেক্টর
  • নিট ফসলি জমি : ২২,০০০ হেক্টর
  • মোট ফসলি জমি : ৩৯,১৬০ হেক্টর

বিবিধ

স্বাস্থ্য
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ১টি
  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : ১২টি

আরও দেখুন

তথ্যসুত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মঠবাড়ীয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৫
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

  • {{বাংলাপিডিয়া}} টেমপ্লেটে আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই।


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.