বরিশাল সদর উপজেলা

বরিশাল সদর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা

বরিশাল সদর
উপজেলা
বরিশাল সদর
বরিশাল সদর
বাংলাদেশে বরিশাল সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′৫৩″ উত্তর ৯০°২১′৪৮″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
  মোট২৫৬.৪৫ কিমি (৯৯.০২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৯৮,৭৩৯
  জনঘনত্ব৭৭০/কিমি (২০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৫১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

উত্তরে বাবুগঞ্জ উপজেলামুলাদি উপজেলা, পূর্বে মেহেন্দিগঞ্জ উপজেলাহিজলা উপজেলা, দক্ষিণে নলছিটি উপজেলাবাকেরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে ঝালকাঠি সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

বরিশাল সিটি কর্পোরেশন ছাড়াও বরিশাল সদর উপজেলায় বর্তমানে ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ৪টি মেট্রোপলিটন থানার আওতাধীন।

ক্রম নং মেট্রোপলিটন থানা আওতাধীন এলাকা
০১ কাউনিয়া ওয়ার্ড (৬টি): ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং এবং ৭নং
ইউনিয়ন (৩টি): চর বাড়িয়া, চর মোনাই এবং সায়েস্তাবাদ
০২ কোতোয়ালী ওয়ার্ড (২০টি): ৬নং, ৮নং, ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ১৬নং, ১৭নং, ১৮নং, ১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৩নং, ২৪নং, ২৫নং এবং ২৬নং
ইউনিয়ন (১টি): জাগুয়া
০৩ বন্দর ইউনিয়ন (৪টি): চন্দ্রমোহন, চর কাউয়া, চাঁদপুরা এবং টুঙ্গিবাড়িয়া
০৪ বিমানবন্দর ওয়ার্ড (৪টি): ২৭নং, ২৮নং, ২৯নং এবং ৩০নং
ইউনিয়ন (২টি): কাশীপুর এবং রায়পাশা কড়াপুর

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার মোট জনসংখ্যা ৫,২৭,০১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৬৭,২০৭ জন এবং মহিলা ২,৫৯,৮১০ জন। মোট পরিবার ১,১৪,৭৭৪টি।[2]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার সাক্ষরতার হার ৬৯.৩%।[2]

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

দর্শনীয় স্থান

বিবিধ

তথ্যসুত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বরিশাল সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯

আরও দেখুন

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.