আগৈলঝাড়া উপজেলা

আগৈলঝাড়া বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা

আগৈলঝাড়া
উপজেলা
আগৈলঝাড়া
আগৈলঝাড়া
বাংলাদেশে আগৈলঝাড়া উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯০°৯′১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
  মোট১৫৫.৪৭ কিমি (৬০.০৩ বর্গমাইল)
জনসংখ্যা [1]
  মোট১,৪৯,৪৫৬
  জনঘনত্ব৯৬০/কিমি (২৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬২.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ০২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

উত্তরে কালকিনী উপজেলা, পূর্বে গৌরনদী উপজেলাউজিরপুর উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা এবং পশ্চিমে কোটালীপাড়া উপজেলা

প্রশাসনিক এলাকা

আগৈলঝাড়া উপজেলায় বর্তমানে ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আগৈলঝাড়া থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার মোট জনসংখ্যা ১,৪৯,৪৫৬ জন। এর মধ্যে পুরুষ ৭২,৪২১ জন এবং মহিলা ৭৭,০৩৫ জন। মোট পরিবার ৩২,৮৩৯টি।[2]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার সাক্ষরতার হার ৬২.৯%।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

  • বাশাইল মাধ্যমিক বিদ্যালয়
  • আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
  • গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়
  • আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ
  • কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯০৪)
  • ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
  • আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
  • বাটরা প্রেমচাঁদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • বাটরা প্রাক-প্রাথমিক বিদ্যালয়(অশ্রুমোচন যুব সংঘ দ্বারা পরিচালি)

বিখ্যাত ব্যক্তিত্ব

  • বিজয় গুপ্ত - মঙ্গলকাব্যের অন্যতম প্রাচীন কবি;
  • তারক চন্দ্র সেন - ব্রিটিশ বিরোধী আন্দোলনকর্মী;
  • সুনীল কুমার গুপ্ত, সাবেক মন্ত্রী
  • আবদুর রব সেরনিয়াবাত- সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত
  • আবুল হাসনাত আবদুল্লাহ-পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা, সাবেক চিফ হুইপ,
  • ব্রিগেডিয়ার এম এ মালেক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • অজয় দাস গুপ্ত, দৈনিক সমকাল এর সহযোগী সম্পাদক
  • হরলাল রায় (মৃত্যুবরনঃ ৮ই জানুয়ারি ২০১৭), বাটরা গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন। সমাজসেবক ছিলেন। ৮৯ বছর বয়সে তিনি পরলোকে গমন করেন।

ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য

  • মনসা মন্দির
  • জমিদার মুন্সি বাড়ি
  • বাটরা গ্রামে শতবছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও লক্ষ্মী দশহরা
  • ঐতিহ্যবাহি বাশাইল ঈঁদগাহ্

অলাাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন

  • পায়রা সোস্যাল ওয়েলফেয়ার [3]

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে আগৈলঝাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯
  3. http://www.payra.org

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.