কাঁঠালিয়া উপজেলা
কাঁঠালিয়া বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
কাঁঠালিয়া | |
---|---|
উপজেলা | |
কাঁঠালিয়া | |
![]() ![]() কাঁঠালিয়া ![]() ![]() কাঁঠালিয়া | |
স্থানাঙ্ক: ২২°২৪′০″ উত্তর ৯০°৭′৩০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ঝালকাঠি জেলা |
আয়তন | |
• মোট | ১৫২.০৮ কিমি২ (৫৮.৭২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[1] | |
• মোট | ১,২৪,২৭১ |
• জনঘনত্ব | ৮২০/কিমি২ (২১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৪২ ৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
কাঠালিয়ার উত্তরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা, দক্ষিণে বরগুনা জেলার বামনা উপজেলা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা, পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা ও মঠবাড়িয়া উপজেলা।
ইতিহাস
নামকরণ
মুক্তিযুদ্ধে কাঁঠালিয়া
ভৌগোলিক উপাত্ত
ভূপ্রকৃতি
- নদ-নদী
কাঠালিয়া উপজেলার নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - বিষখালী নদী এবং সুগন্ধা নদী।
সাংস্কৃতিক বৈশিষ্ঠ্য
ভাষা
কাঠালিয়া থানার মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি পছন্দ করে। তাদের মুখের ভাষা হল - এ মনো মুই কাম করছি বিশ টাহার, মোরে দিছ পনেরো টাকা কেন? মোরে পুরা টাহা দিবা না মোর লগে টেপাটেপি বাজাবা মনো।
উৎসব
খেলাধুলা
প্রশাসনিক এলাকাসমূহ
কাঁঠালিয়া উপজেলায় বর্তমানে ৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কাঁঠালিয়া থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঁঠালিয়া উপজেলার মোট জনসংখ্যা ১,২৪,২৭১ জন। এর মধ্যে পুরুষ ৬০,৫১৫ জন এবং মহিলা ৬৩,৭৫৬ জন। মোট পরিবার ৩০,৮৫৫টি।[2]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঁঠালিয়া উপজেলার সাক্ষরতার হার ৬৫.৩%।[2]
স্বাস্থ্য
কৃষি
এখানে কৃষি ফসলগুলির মধ্যে ধান উল্লেখযোগ্য। পশুর মধ্যে মহিষ এবং গরু উল্লেখযোগ্য। এছাড়াও ফলের মধ্যে পেয়ারা, আমড়া, কলা উল্লেখযোগ্য।
অর্থনীতি
- শিল্প-প্রতিষ্ঠান
যোগাযোগ
কৃতী ব্যক্তিত্ব
দর্শনীয় স্থান ও স্থাপনা
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- বাংলাপিডিয়ায় কাঁঠালিয়া উপজেলা
- কাঁঠালিয়া উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।