বরগুনা সদর উপজেলা
বরগুনা সদর বাংলাদেশের বরগুনা জেলার একটি প্রশাসনিক এলাকা।
বরগুনা সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() বরগুনা সদর ![]() ![]() বরগুনা সদর | |
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯০°৭′২৩″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরগুনা জেলা |
আয়তন | |
• মোট | ৪৫৪.৩৯ কিমি২ (১৭৫.৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা [1] | |
• মোট | ২,৩৭,৬১৩ |
• জনঘনত্ব | ৫২০/কিমি২ (১৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৪ ২৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
উত্তরে বরগুনা জেলার বেতাগি উপজেলা, বামনা উপজেলা ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা, পূর্বে পায়রা নদী ও বরগুনা জেলার আমতলী উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বিষখালী নদী ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা।
প্রশাসনিক এলাকা
বরগুনা সদর থানা উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮২ সালে; সাথে এটি পৌরসভার মর্যাদা পায়। ১৩টি ইউনিয়ন, ৬২টি মৌজা, ১৯৯টি গ্রাম নিয়ে বরগুনা সদর উপজেলা গঠিত।
বরগুনা সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বরগুনা সদর থানার আওতাধীন।
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা সদর উপজেলার মোট জনসংখ্যা ২,৬১,৩৪৩ জন। এর মধ্যে পুরুষ ১,২৮,৫৮০ জন এবং মহিলা ১,৩২,৭৬৩ জন। মোট পরিবার ৬২,৫৩৭টি।[2]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা সদর উপজেলার সাক্ষরতার হার ৫৮.৬%।[2]
অর্থনীতি
বিবিধ
আরও দেখুন
তথ্যসুত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বরগুনা সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।