ছাগলনাইয়া

ছাগলনাইয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ফেনী জেলায় অবস্থিত একটি শহর। এই শহরটি ছাগলনাইয়া উপজেলার প্রশাসনিক কেন্দ্র এবং প্রধান শহর।

ছাগলনাইয়া
পূর্বনাম :সাগরনাইয়া
পৌরশহর
ছাগলনাইয়া
বাংলাদেশে ছাগলনাইয়া শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩.০৩৬১° উত্তর ৯১.৫১৯৪° পূর্ব / 23.0361; 91.5194
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাছাগলনাইয়া উপজেলা
উপজেলা শহর১লা অক্টোবর ১৯৮৩
পৌরশহর৩রা জুন ২০০২
সরকার
  ধরনপৌরসভা
  শাসকছাগলনাইয়া পৌরসভা
  পৌর মেয়রমোহাম্মদ মোস্তফা [1]
আয়তন
  মোট২৭.০৪ কিমি (১০.৪৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৮,২৪৩[2]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯১০
কলিং কোড+৮৮০

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.০৩৬১° উত্তর ৯১.৫১৯৪° পূর্ব / 23.0361; 91.5194। সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৮ মিটার

প্রশাসন

এ শহরটি ছাগলনাইয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা ৯টি ওয়ার্ড এ বিভক্ত। ২৭.০৪ বর্গ কি.মি. আয়তনের ছাগলনাইয়া শহরের ২৫.২৫ বর্গ কি.মি. ছাগলনাইয়া পৌরসভার দ্বারা শাসিত হয়। এছাড়া এ শহরের প্রশাসনিক কর্মকান্ড ছাগলনাইয়া থানার অধীনে পরিচালিত।

জনসংখ্যা

বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুসারে ছাগলনাইয়া শহরের জনসংখ্যা ৪৮,২৪৩ জন যার মধ্যে ২৩,৮৫৭ জন পুরুষ এবং ২৪,৩৮৬ জন নারী রয়েছেন। এ শহরের লিঙ্গ অনুপাত ১০০ঃ৯৮।[2]

শিক্ষা

ছাগলনাইয়া শহরের স্বাক্ষরতার হার হল শতকরা ৬২.৭ ভাগ।এ শহরের উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান হল:

তথ্যসূত্র

  1. "ছাগলনাইয়া শহরের পৌরসভার মেয়র"। News24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩
  2. "ছাগলনাইয়া শহরের জনসংখ্যা ও আয়তন"। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.