এলেঙ্গা, বাংলাদেশ
এলেঙ্গা টাঙ্গাইল জেলার[1] অন্তর্গত কালিহাতি উপজেলার একটি ছোট শহর। এটি পূর্বে ইউনিয়ন কাউন্সিল দ্বারা পরিচিত ছিল: ২০১১ সালে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[2]
এলেঙ্গা, বাংলাদেশ এলেঙ্গা | ||
---|---|---|
![]() | ||
| ||
![]() ![]() | ||
স্থানাঙ্ক: ২৪°২০′১৮.৮৮৮″ উত্তর ৮৯°৫৫′১৮.৫৪৮৪″ পূর্ব | ||
দেশ | ![]() | |
বিভাগ | ঢাকা বিভাগ | |
জেলা | টাংগাইল জেলা | |
উপজেলা | কালিহাতি উপজেলা | |
সরকার | ||
• ধরন | পৌরসভা | |
• মেয়র | মোঃ নূর-এ-আলম সিদ্দিকী | |
আয়তন | ||
• মোট | ২৩.২৪ কিমি২ (৮.৯৭ বর্গমাইল) | |
জনসংখ্যা | ||
• মোট | ৫৫,০০০ | |
• জনঘনত্ব | ২৪০০/কিমি২ (৬১০০/বর্গমাইল) | |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) | |
এলাকা কোড | ৯২২৭ | |
ওয়েবসাইট | এলেঙ্গা পৌরসভার তথ্য বাতায়ন |
ভৌগলিক উপাত্ত
এলেঙ্গার অবস্থান ২৪.২০১৮৮৮৮° উত্তর ৮৯.৫৫১৮৫৪৮৪° পূর্ব। ভৌগলিক দিক দিয়ে এলেঙ্গা পৌরসভা টাংগাইল জেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এলেঙ্গা পৌরসভার পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে বংশাই নদী।
প্রশাসনিক এলাকা
ওয়ার্ড নং | মৌজার নাম[3] |
---|---|
০১ | দেউলিয়াবাড়ী, ভাবলা, শেরপুর |
০২ | চন্দ্র পটল, রৌহা, হাকিমপুর, রাজাবাড়ী |
০৩ | ফুলতলা, ভাঙ্গাবাড়ী, মিরপুর |
০৪ | কুড়িঘুড়িয়া, হায়াৎপুর, হিজুলী, চক্রঘনাথপুর, পাথাইলকান্দি |
০৫ | বাঁশী |
০৬ | এলেঙ্গা,মশাজান,বানিয়াবাড়ী,মহেশপুর |
০৭ | মসিন্দা, চেঁচুয়া, চিনামুড়া |
০৮ | স্বরূপপুর, হিন্নাইপাড়া, পৌলী |
০৯ | মহেলা |
নির্বাচিত জনপ্রতিনিধি
এলেঙ্গা পৌরসভার মেয়র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নূর এ আলম সিদ্দিকী; তিনি ২০১৮ সালের ২৯ মার্চ নবগঠিত এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন।[4]
জনসংখ্যা
এলেঙ্গা পৌরসভার সর্বমোট জনসংখ্যাঃ ৫৫,০০০ জন, পুরুষঃ ২৬,৯৫০ জন, মহিলাঃ ২৮০৫০ জন, মোট ভোটার সংখ্যাঃ ২৭,৩২৯ জন, পুরুষ ভোটারঃ ১৩,৩২৯ জন, মহিলা ভোটারঃ ১৪,০০০ জন। [5]
শিক্ষা
এলেঙ্গা পৌরসভার শিক্ষা ব্যবস্থা অনেকটাই এগিয়ে। পড়াশোনার জন্য এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষার জন্যও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক ক্যাডেট কোচিং সেন্টারও রয়েছে।
কৃতি ব্যক্তিত্ত্ব
- ড. দেবপ্রিয় ভট্টাচার্য - বিশিষ্ট অর্থনীতিবিদ, রিসার্চ ফেলো অব সিপিডি।
- মান্না - বিশিষ্ট অভিনেতা, প্রযোজক।
দর্শনীয় স্থান
চিত্রশালা
- এলেঙ্গা বাসস্ট্যান্ড
- এলেঙ্গা রিসোর্ট টাংগাইল
তথ্যসূত্র
- "Steps taken to convert Joydebpur-Elenga road a 4-lane highway"। The News Today Bangladesh। ২০১৫-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Elenga Pourashava"। Government of Bangladesh। ২০১৫-০৯-১২। ২০১৬-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-৩১।
- http://kalihati.tangail.gov.bd/node/1501902-ওয়ার্ড-সমূহ%5B%5D | কালিহাতী উপজেলা তথ্য বাতায়ন
- http://www.dailyinqilab.com/2013/03/29/99860.php#.VcW01TN-7I0%5B%5D
- "জনসংখ্যা উপাত্ত"। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬।
- বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ
- বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ
এলেঙ্গার যেকোন তথ্য দিতে হেল্প করবে ফেসবুক পেজ "Elenga"