এলেঙ্গা, বাংলাদেশ

এলেঙ্গা টাঙ্গাইল জেলার[1] অন্তর্গত কালিহাতি উপজেলার একটি ছোট শহর। এটি পূর্বে ইউনিয়ন কাউন্সিল দ্বারা পরিচিত ছিল: ২০১১ সালে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[2]

এলেঙ্গা, বাংলাদেশ
এলেঙ্গা

পতাকা
বাংলাদেশে এলেঙ্গা শহরের অবস্থান।
স্থানাঙ্ক: ২৪°২০′১৮.৮৮৮″ উত্তর ৮৯°৫৫′১৮.৫৪৮৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাংগাইল জেলা
উপজেলাকালিহাতি উপজেলা
সরকার
  ধরনপৌরসভা
  মেয়রমোঃ নূর-এ-আলম সিদ্দিকী
আয়তন
  মোট২৩.২৪ কিমি (৮.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৫৫,০০০
  জনঘনত্ব২৪০০/কিমি (৬১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
এলাকা কোড৯২২৭
ওয়েবসাইটএলেঙ্গা পৌরসভার তথ্য বাতায়ন

ভৌগলিক উপাত্ত

এলেঙ্গার অবস্থান ২৪.২০১৮৮৮৮° উত্তর ৮৯.৫৫১৮৫৪৮৪° পূর্ব / 24.2018888; 89.55185484। ভৌগলিক দিক দিয়ে এলেঙ্গা পৌরসভা টাংগাইল জেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এলেঙ্গা পৌরসভার পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে বংশাই নদী।

প্রশাসনিক এলাকা

ওয়ার্ড নংমৌজার নাম[3]
০১দেউলিয়াবাড়ী, ভাবলা, শেরপুর
০২চন্দ্র পটল, রৌহা, হাকিমপুর, রাজাবাড়ী
০৩ফুলতলা, ভাঙ্গাবাড়ী, মিরপুর
০৪কুড়িঘুড়িয়া, হায়াৎপুর, হিজুলী, চক্রঘনাথপুর, পাথাইলকান্দি
০৫বাঁশী
০৬এলেঙ্গা,মশাজান,বানিয়াবাড়ী,মহেশপুর
০৭মসিন্দা, চেঁচুয়া, চিনামুড়া
০৮স্বরূপপুর, হিন্নাইপাড়া, পৌলী
০৯মহেলা

নির্বাচিত জনপ্রতিনিধি

এলেঙ্গা পৌরসভার মেয়র হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নূর এ আলম সিদ্দিকী; তিনি ২০১৮ সালের ২৯ মার্চ নবগঠিত এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন।[4]

জনসংখ্যা

এলেঙ্গা পৌরসভার সর্বমোট জনসংখ্যাঃ ৫৫,০০০ জন, পুরুষঃ ২৬,৯৫০ জন, মহিলাঃ ২৮০৫০ জন, মোট ভোটার সংখ্যাঃ ২৭,৩২৯ জন, পুরুষ ভোটারঃ ১৩,৩২৯ জন, মহিলা ভোটারঃ ১৪,০০০ জন। [5]

শিক্ষা

এলেঙ্গা পৌরসভার শিক্ষা ব্যবস্থা অনেকটাই এগিয়ে। পড়াশোনার জন্য এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষার জন্যও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক ক্যাডেট কোচিং সেন্টারও রয়েছে।

কৃতি ব্যক্তিত্ত্ব

  • ড. দেবপ্রিয় ভট্টাচার্য - বিশিষ্ট অর্থনীতিবিদ, রিসার্চ ফেলো অব সিপিডি।
  • মান্না - বিশিষ্ট অভিনেতা, প্রযোজক।

দর্শনীয় স্থান

  • লৌহজং নদী, বাঁশী
  • এলেঙ্গা রিসোর্ট;
  • এলেঙ্গা পুরনো জমিদার বাড়ি[6]
  • রাজাবাড়ী রেললাইন
  • গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, রাজাবাড়ী
  • হুন্ডাই কোম্পানি, রাজাবাড়ী
  • ফুলতলা আশরাফিয়া জামে মসজিদ,ফুলতলা এলেঙ্গা [7]
  • বিসমিল্লাহ হরটি কালচার, ফুলতলা
  • এল.পি গ্যাস মাঠ, রাজাবাড়ী

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "Steps taken to convert Joydebpur-Elenga road a 4-lane highway"। The News Today Bangladesh। ২০১৫-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  2. "Elenga Pourashava"Government of Bangladesh। ২০১৫-০৯-১২। ২০১৬-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-৩১
  3. http://kalihati.tangail.gov.bd/node/1501902-ওয়ার্ড-সমূহ%5B%5D | কালিহাতী উপজেলা তথ্য বাতায়ন
  4. http://www.dailyinqilab.com/2013/03/29/99860.php#.VcW01TN-7I0%5B%5D
  5. "জনসংখ্যা উপাত্ত"। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬
  6. বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ
  7. বাংলাপিডিয়া আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ

এলেঙ্গার যেকোন তথ্য দিতে হেল্প করবে ফেসবুক পেজ "Elenga"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.