কালাই উপজেলা
কালাই উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
কালাই | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কালাই | |
স্থানাঙ্ক: ২৫°৩′৩৩″ উত্তর ৮৯°১০′৪৫″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
আয়তন | |
• মোট | ১৬৬.৩ কিমি২ (৬৪.২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,২৯,৩২৯ |
• জনঘনত্ব | ৭৮০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৩৮ ৫৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
এই উপজেলার উত্তরে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পশ্চিমে ক্ষেতলাল উপজেলা ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা, দক্ষিণে বগুড়ার শিবগঞ্জ উপজেলা
ইতিহাস
১৯৮৩ সালে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা হতে মাত্রাই,কালাই(বর্তমানে আহম্মেদাবাদ),উদয়পুর,জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়।পরবর্তীতে ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে।
ভৌগোলিক উপাত্ত
ভাষা ও সংষ্কৃতি
প্রশাসনিক এলাকা
এই উপজেলায় ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে;[2] এগুলো হলোঃ
- কালাই পৌরসভা
- মাত্রাই ইউনিয়ন;
- আহম্মেদাবাদ ইউনিয়ন;
- পুনট ইউনিয়ন;
- জিন্দারপুর ইউনিয়ন এবং
- উদয়পুর ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
স্বাস্থ্য
এই উপজেলায় একটি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ কমপ্লেক্স,পাঁচটি ইউনিয়ন স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও একটি উপ-স্বাস্থকেন্দ্র রয়েছে।
শিক্ষা
এই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো,
১.কালাই ডিগ্রী কলেজ ২.কালাই সরকারী মহিলা কলেজ ৩.হাতিয়র ফাযিল মাদ্রাসা ৪.কালাই এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় ৫.কালাই বালিকা উচ্চ বিদ্যালয় ৬.ওমর গার্টেন একাডেমী ৭.পুনট উচ্চ বিদ্যালয় ৮.পুনট বালিকা উচ্চ বিদ্যালয়
কৃষি
আলু, ধান, সরিষা।
অর্থনীতি
কৃষিভিত্তিক অর্থনীতি
যোগাযোগ ব্যবস্থা
কালাই থানার যোগাযোগ ব্যবস্থা খুব ভাল।জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কটি এই উপজেলার উপর দিয়ে গিয়েছে
কৃতি ব্যক্তিত্ব
- মোঃ খুরশিদ আলম - কন্ঠশিল্পী।
দর্শনীয় স্থান ও স্থাপনা
বিবিধ
আরও দেখুন
তথ্যসুত্র
- "এক নজরে উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ইউনিয়নসমূহ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ
- বাংলাপিডিয়ায় কালাই উপজেলা
- কালাই উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।