বাগাতিপাড়া উপজেলা
বাগাতিপাড়া বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
বাগাতিপাড়া | |
---|---|
উপজেলা | |
![]() ![]() বাগাতিপাড়া | |
স্থানাঙ্ক: ২৪°২১′ উত্তর ৮৮°৫৬′ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
আয়তন | |
• মোট | ১৩৯.৮৬ কিমি২ (৫৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৩১,০০৪[1] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৪১০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৬৯ ০৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
উত্তরে – নাটোর সদর উপজেলা, দক্ষিণে – লালপুর উপজেলা ও বাঘা উপজেলা, পূর্বে – বড়াইগ্রাম উপজেলা এবং পশ্চিমে – চারঘাট উপজেলা।
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়নগুলি হল-
- পাঁকা ইউনিয়ন
- জামনগর ইউনিয়ন
- বাগাতিপাড়া ইউনিয়ন
- দয়ারামপুর ইউনিয়ন
- ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা ১,৩১,০০৪ জন | পুরুষ ৬৫০৫৪ জন এবং মহিলা ৬৫৯৫০ জন |
শিক্ষা
উপজেলাটিতে শিক্ষার গড় হার ৫৬.৫০%
- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা :
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৫৬ টি
- কিন্ডার গার্ডেন স্কুল - ১৪ টি
- এবতেদায়ী মাদরাসা - ৩ টি
- মাধ্যমিক বিদ্যালয় - ৪৩ টি
- মাদরাসা - ৭ টি
- মহাবিদ্যালয় - ১০ টি
- কারিগরী মহাবিদ্যালয় - ৬ টি
অর্থনীতি
বাগাতিপাড়া উপজেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এর বিস্তৃত উর্বর ফসলি জমিগুলোতে উৎপন্ন হচ্ছে নানা জাতের ফসল। আর পশুপালন এখানে অর্থনৈতিক অবস্থার অন্যতম শক্তি।
- মোট আবাদী জমির পরিমাণ: ১১৬০০ হেক্টর
- প্রধান ফসলসমূহ:
- উৎপন্ন ফল-মূলসমূহ:
এছাড়াও পশুপালনের জন্য এ উপজেলায় গড়ে উঠেছে ৩টি প্রাণীসম্পদ উন্নয়ন কেন্দ্র , ডেইরী ফার্ম ৩০টি, পোল্টি ফার্ম ৮১ টি এছাড়াও হাঁস হ্যাচারি রয়েছে ১টি |
কৃতি ব্যাক্তিত্ব
দর্শনীয় স্থানসমূহ
- দয়ারামপুর জমিদার বাড়ি,
- নীল কুঠি,
- গালিমপুর ব্রিজ,
- বড় বাঘা,
- বড়াল নদী
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাগাতিপাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই,২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.