নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রাম বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা

নন্দীগ্রাম
উপজেলা
নন্দীগ্রাম
বাংলাদেশে নন্দীগ্রাম উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৯′৪৫″ উত্তর ৮৯°১৩′৪৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
আয়তন
  মোট২৬৬ কিমি (১০৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১,৬৮,১৫৫[1]
সাক্ষরতার হার
  মোট৪২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৮৬০
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ১০ ৬৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

এই উপজেলার দক্ষিণে নাটোর জেলা পশ্চিমে কাহালু উপজেলা পূর্বে শেরপুর উপজেলা উত্তরে আদমদীঘি উপজেলাধুপচাঁচিয়া উপজেলা

প্রশাসনিক এলাকা

নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন সমূহ -

  1. ১নং বুড়ইল ইউনিয়ন
  2. ২নং নন্দীগ্রাম ইউনিয়ন
  3. ৩নং ভাটরা ইউনিয়ন
  4. ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন
  5. ৫নং ভাটগ্রাম ইউনিয়ন-

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

এই উপজেলার মোট জনসংখ্যা - ১,৬৮,১৫৫ জন। এর মধ্যে পুরুষ - ৮৫,৬৮০ জন এবং মহিলা - ৮২,৪৬৫ জন। লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৩৩ জন।

শিক্ষা

শিক্ষার গড় হার ৪২.২%; পুরুষ ৪৮.৪%, মহিলা ৩৫.৭%।

অর্থনীতি

সাধারনত কৃষিনির্ভর অথনীতি বিদ্যমান।এখানে বেশি ভাগ লোক কৃষক।

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নন্দীগ্রাম"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.