নাটোর সদর উপজেলা
নাটোর সদর বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
নাটোর সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() নাটোর সদর | |
স্থানাঙ্ক: ২৪°২৫′০″ উত্তর ৮৮°৫৫′৩২″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নাটোর জেলা |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
উপজেলা | সংসদীয় ৫৯ (নাটোর-২) |
সরকার | |
• এমপি | শফিকুল ইসলাম শিমুল (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৪০১.২৯ কিমি২ (১৫৪.৯৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৮৯,৬৪৫[1] |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৬৯ ৬৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
নাটোর সদর উপজেলার উত্তরে আত্রাই উপজেলা (নওগাঁ জেলা), উত্তর পশ্চিমে বাগমারা উপজেলা (রাজশাহী জেলা), পূর্বে সিংড়া উপজেলা ও গুরুদাসপুর উপজেলা, দক্ষিণে বড়াইগ্রাম উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা এবং পশ্চিমে (রাজশাহী জেলার) পুঠিয়া উপজেলা ও বাঘা উপজেলা।
প্রশাসনিক এলাকা
নাটোর সদরের আয়তন ৪০৭.২৯ বর্গ কি.মি.। নাটোর থানা স্থাপিত হয় ১৭৯৩ সালে এবং উপজেলাতে রূপান্তরিত হয় ১৯৮৪ সালে। ১৮৬৯ সালে নাটোর পৌরসভা স্থাপিত হয়। নাটোর পৌরসভার আয়তন ১৫.০৫ বর্গ কি.মি.। নাটোর সদর ১টি পৌরসভা, ৯টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন পরিষদ, ২৫৬টি মৌজা ও ৩১০টি গ্রাম সহযোগে গঠিত।
ইতিহাস
নাটোর রাজবংশের প্রথম রাজা রামজীবন।রাজা রামজীবন ১৭০৬ মতান্তরে ১৭১০ সালে নাটোররাজ প্রতিষ্ঠা করেন। তৎকালে নাটোর ছিল রাজশাহীর জমিদারী বা রাজশাহী রাজ্যের রাজধানী। এ রাজ্যের সিময় দন্ড মুন্ডের কর্তা ছিলেন নাটোর রাজ। রাজা রামজীবন পুঠিয়ার মহারাজা দর্পনারায়নের অনুগ্রহ ও সহায়তায় নাটোর রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারী অনুসারে নাটোর সদরের জনসংখ্যা আনুমানিক ৫লক্ষের অধিক।
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে নাটোর তেমন উন্নত নয়। উচ্চ শিক্ষার জন্য সরকারী টেক্সটাইল কলেজ, পলিটেকনিকাল ইনস্টিটিউট,নবাব সিরাজ উদ্ দ্দৌলা কলেজ, ভবাণী মহিলা কলেজ উল্লেখযোগ্য। বিদ্যালয়ের দিক দিয়ে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়,নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,পুলিশ লাইন হাই স্কুল,কালেক্টর উচ্চ বিদ্যালয় অন্যতম।
অর্থনীতি
উপজেলার প্রধান উৎপাদিত ফসল হলো ধান। এছাড়াও এখানে গম, ভূট্টা, আখ, পান ইত্যাদি উৎপাদিত হয়। বিলুপ্তপ্রায় ফসল নীল, বোনা আমন ও আউশ ধান।
এখানে বেশ কয়েকটি ভারি শিল্প রয়েছে। এর মধ্যে রয়েছে দুইটি চিনিকল, একটি ডিস্টিলারি, একটি ফলের রস এর কারখানা। দেশের ১৬টি চিনিকলের মধ্যে ২টি এই উপজেলায় অবস্থিত। এছাড়াও মূলত এই জেলায় উৎপাদিত আখের উপর নির্ভর করে পার্শ্ববর্তী রাজশাহী ও পাবনা জেলায় গড়ে উঠেছে আরও দুইটি চিনিকল। এছাড়া বাংলাদেশের বৃহত্তম প্রাণ কোম্পানীর বেশীরভাগ কাঁচামাল (আম,লিচু,বাদাম,মুগ ডাল,পোলার চাউল ইত্যাদি) নাটোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসে। সম্প্রতি এখানে আপেল কুল, বাউ কুল,থাই কুলের ব্যাপক চাষ হচ্ছে।
কৃতী ব্যক্তিত্ব
- রাণী ভবানী।
- শংকর গোবিন্দ চৌধুরী(রাজনীতিবিদ, সমাজসেবক, মুক্তিযেুদ্ধর অন্যতম সংগঠক)
- আব্দুস ছাত্তার প্রফেসর ডিপার্টমেন্ট অব অরিয়েন্টাল আর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- কার্তিক চন্দ্র বিশ্বাস(বাউল, লেখক ও শিক্ষক)।
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য
বিবিধ
অন্যান্য জেলার মত নাটোরও নিজ বিশিষ্টে বিখ্যাত। নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশের সকল জেলায় অতি পরিচিত।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিভ্রমণে নাটোর সদর উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |