নাটোর সদর থানা

বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি সদর থানা।

নাটোর সদর থানা
থানা
ডাকনাম: নাটোর থানা
নাটোর সদর থানা
বাংলাদেশে নাটোর সদর থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪.৪১৩৯° উত্তর ৮৮.৯৩০০° পূর্ব / 24.4139; 88.9300
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানাটোর জেলা
সংসদীয় আসননাটোর-২
আয়তন
  মোট৪০১.২৯ কিমি (১৫৪.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট৪,০০,০৩০[1]
সাক্ষরতার হার
  মোট৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটnatoresadar.natore.gov.bd

অবস্থান

বাংলাদেশের   রাজশাহী বিভাগের নাটোর সদরের কানাইখালীতে নাটোর সদর থানা অবস্থিত।[2]
নাটোর সদর উপজেলার উত্তরে আত্রাই উপজেলা (নওগাঁ জেলা), উত্তর পশ্চিমে বাগমারা উপজেলা (রাজশাহী জেলা), পূর্বে সিংড়া উপজেলাগুরুদাসপুর উপজেলা, দক্ষিণে বড়াইগ্রাম উপজেলাবাগাতিপাড়া উপজেলা এবং পশ্চিমে (রাজশাহী জেলার) পুঠিয়া উপজেলাবাঘা উপজেলা[2]

নাটোর সদর থানার কার্যাবলী

  • গ্রেফতারী পরোয়ানা তামিল করা।
  • রাত্রীকালিন রনপাহারা জোরদার করা।
  • বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা।
  • বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত মাধক ব্যাবসায়ীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা।
  • এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের আগমন রোধকল্পে প্রতিনিয়ত গাড়ী চেকিংয়ের ব্যাবস্থা গ্রহণ করা।
  • থানায় আগত ব্যাক্তিদের প্রয়োজনীয় আইনগত সুবিধা প্রদানে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা।
  • স্কুল, কলেজ গামী ছাত্রীরা স্কুল/কলেজে যাতায়াতের সময় কোন বখাটে কর্তৃক যাতে ইভটিজিং এর শিকার না হয় সে জন্য শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত গামী রাস্তায় ও শিক্ষা প্রতিষ্টানের আশে-পাশে পুলিশি টহল ব্যাবস্থা অব্যাহত রাখা।
  • বিভিন্ন স্থানে রাস্তার পাশে টানানো সাইন বোর্ডে উল্লেখিত পুলিশ কর্মকর্তাদের টেলিফোন নাম্বারে ফোন করে বখাটেদের সম্পর্কে তথ্য দিলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
  • থানা এলাকায় প্রতিটি হাট/বাজারে কমিটি গঠন করে আইনশৃংখলা সংক্রান্ত সভার মাধ্যমে পাহাড়ার ব্যাবস্থা গ্রহণ করা।
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সমূহে বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং সংক্রান্ত সচেতনতামূলক সভা/সেমিনারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পুলিশি সহায়তা নেয়ার জন্য উৎসাহ প্রদান করা[3]

আরো দেখুন

*উত্তরা গণভবন

*নাটোর জেলা
*নাটোর রাজবাড়ী
*রাজশাহী বিভাগ
*নাটোর সদর উপজেলা
*নাটোর-২
* দিঘাপতিয়া রাজ পরিবার
* নাটোরের কাঁচাগোল্লা
* চলন বিল
* নাটোর চিনি কল লিমিটেড

* দিঘাপতিয়া এম. কে. কলেজ
*নাটোর মহিলা কলেজ
* মাদার গান
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪
  2. http://natoresadar.natore.gov.bd/node/98922 https://web.archive.org/web/20140330022619/http://natoresadar.natore.gov.bd/node/98922। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০/১০/২০১৮ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "নাটোর সদর থানা"www.police.natoresadar.natore.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.