সিরাজগঞ্জ সদর উপজেলা
সিরাজগঞ্জ সদর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
সিরাজগঞ্জ সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() সিরাজগঞ্জ সদর | |
স্থানাঙ্ক: ২৪°২৭′১৭″ উত্তর ৮৯°৪১′৪৯″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৩২৫.৭৭ কিমি২ (১২৫.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৫,৭৮,৫৮৩ |
• জনঘনত্ব | ১৮০০/কিমি২ (৪৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৭০০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮৮ ৭৮ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
এই উপজেলার উত্তরে কাজীপুর উপজেলা, দক্ষিণে কামারখন্দ উপজেলা ও বেলকুচি উপজেলা, পূর্বে সরিষাবাড়ি উপজেলা, ভুঞাপুর উপজেলা ও কালিহাতি উপজেলা, পশ্চিমে কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা ও ধুনট উপজেলা।
প্রশাসনিক এলাকা
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
'''স্কুল'''
১.বি.এল. সরকারী উচ্চবিদ্যালয়,সিরাজগঞ্জ ২.হেলালী কেজি স্কুল,সিরাজগঞ্জ৩.সালেহা সরকারী বালিকা বিদ্যালয় সিরাজগঞ্জ ৪.গৌরী আরবান বালিকা উচ্চবিদ্যালয় সিরাজগঞ্জ৫.জুয়েলস ওক্সফোর্ড ইন্টা'ল বিদ্যালয় ও কলেজ,সিরাজগঞ্জ৬.সিরাজগঞ্জ বহুমূখী ইউসিসিও বিদ্যালয় ৭.পিডিবি উচ্চবিদ্যালয়,সিরাজগঞ্জ ৮.সবুজ কানন উচ্চবিদ্যালয় এবং কলেজ,সিরাজগঞ্জ ৯.সৈয়দ আকবার আলী মেমোরিয়্যাল উচ্চবিদ্যালয়, চন্ডিদাস গাতি,সিরাজগঞ্জ ১০.ধুকুরিয়্যা বহুমূখী উচ্চবিদ্যালয়,সিরাজগঞ্জ
'''কলেজ'''
১.সিরাজগঞ্জ সরকরী কলেজ ২.ইসলামিয়া সরকারী কলেজ,সিরাজগঞ্জ ৩.শহীদ এম. মুনসূর আলী মেডিক্যাল কলেজ এবং হাসপিটাল, সিরাজগঞ্জ ৪.সবুজ কানন উচ্চবিদ্যালয় এবং কলেজ ৫.সরকারী টেকনিক্যাল উচ্চবিদ্যালয় এবং কলেজ, সিরাজগঞ্জ .6.সিরাজগঞ্জ কালেক্টরয়্যাল উচ্চবিদ্যালয় এবং কলেজ ৭.রিভার ভিউ আইডিয়্যাল কলেজ,চন্ডিদাস গাতি,সিরাজগঞ্জ
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- মুহাম্মদ মনসুর আলী
- ইসমাইল হোসেন সিরাজি
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে সিরাজগঞ্জ সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- বাংলাপিডিয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলা
- সিরাজগঞ্জ সদর উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।
টেমপ্লেট:Rajshahi-geo-stub