কামারখন্দ উপজেলা
কামারখন্দ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
কামারখন্দ | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কামারখন্দ | |
স্থানাঙ্ক: ২৪°২২′৫″ উত্তর ৮৯°৪২′৪″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৯১.৬১ কিমি২ (৩৫.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৩৩,৩৩২ |
• জনঘনত্ব | ১৫০০/কিমি২ (৩৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৫ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮৮ ৪৪ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
কামারখন্দ উপজেলার উত্তর পুর্ব দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা, উত্তর পশ্চিমে রায়গঞ্জ উপজেলা, দক্ষিণ পুর্বদিকে বেলকুচি উপজেলা, দক্ষিণ পশ্চিম দিকে উল্লাপাড়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়নসমুহ হচ্ছে -
- ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ
- ঝাঐল ইউনিয়ন পরিষদ
- জামতৈল ইউনিয়ন পরিষদ
- রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ
ইতিহাস
সীমানা উত্তরে সিরাজগঞ্জ সদর , পূর্বে বেলকুচি উপজেলা, দক্ষিণে উল্লাপাড়া উপজেলা এবং পশ্চিমে উল্লাপাড়া উপজেলা।
আয়তন ২২৬৬৫ একর /৯১৬৪ হেক্টর/৯১.৬১ বর্গ কিলো/৩৫.৭০ বর্গ মাইল
জনসংখ্যা ১৩৩৩৩২ জন (প্রায়) পুরুষ ৬৭৮৭৬ জন (প্রায়) মহিলা ৬৯৪৫৬ জন (প্রায়)
ভৌগলিক পরিচিতি
ভৌগলিক পরিচিতিঃ- কামারখন্দ উপজেলার উত্তর পুর্ব দিকে সিরাজগঞ্জ সদর উপজেলাউত্তর পশ্চিমে রায়গঞ্জ উপজেলাদক্ষিণ পুর্বদিকে বেলকুচি উপজেলাদক্ষিণ পশ্চিম দিকে উল্লাপাড়া উপজেলা।মানচিত্রে কামারখন্দ ছবি
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
এই উপজেলায় সাক্ষরতার হার ৭৫% । এখানে ১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি সরকারি কলেজ রয়েছে। এছাড়াও ৫টি বেসরকারি কলেজ এবং ১টি কারিগরি কলেজ রয়েছে।
অর্থনীতি
কৃষি এই উপজেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি।এই এছাড়াও চাকুরি, ব্যবসায় এবং তাতঁ শিল্পের মাধ্যমে অনেকে জীবিকা নির্বাহ করেন।
কৃতী ব্যক্তিত্ব
- যাদব চন্দ্র চক্রবর্তী - গনিত সম্রাট।
- কবির বিন আনোয়ার, পানি সম্পদ সচিব।
@ বীর মুক্তিযোদ্ধা আ ত ম হামিদুল হক ফিরোজ মাস্টার @বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র পাল মাস্টার
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে কামারখন্দ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- বাংলাপিডিয়ায় কামারখন্দ উপজেলা
- কামারখন্দ উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।
টেমপ্লেট:Rajshahi-geo-stub