শংকর গোবিন্দ চৌধুরী
শংকর গোবিন্দ চৌধুরী (জন্ম: ৪ মার্চ, ১৯২৬ - মৃত্যু: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৫) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সমাজসেবী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
শংকর গোবিন্দ চৌধুরী | |
---|---|
জন্ম | ৪ মার্চ, ১৯২৬ |
মৃত্যু | ১৩ সেপ্টেম্বর, ১৯৯৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | রাজনীতিবিদ, সংগঠক |
জন্ম ও পারিবারিক জীবন
শংকর গোবিন্দ চৌধুরী ১৯২৬ সালের ৪ মার্চ তারিখে নাটোরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্ঞানদা গোবিন্দ চৌধুরী; তিনি নাটোরের রাণী ভবানীর জমিদার ছিলেন। তিনি অনিমা চৌধুরীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন।[1]
কর্মজীবন
তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বাকশাল প্রবর্তিত হলে তিনি নাটোরের গভর্ণর নিযুক্ত হন।[2] সপ্তম জাতীয় সংসদেরও সদস্য ছিলেন তিনি। এছাড়া, নাটোর পৌরসভার দু’বারের চেয়ারম্যানও ছিলেন শংকর গোবিন্দ।[3]
মৃত্যু
১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সন্মাননা ও পুরস্কার
২০১৮ সালে বাংলাদেশ সরকার “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” বিভাগে তাকে মরণোত্তর “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করে।[4]
তথ্যসূত্র
- http://www.prothomalo.com/bangladesh/article/1103/%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95
- "শংকর গোবিন্দ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ"। দৈনিক যুগান্তর। ১৩ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮।
- "বঙ্গবন্ধুর সহচর শংকর গোবিন্দের মৃত্যুবার্ষিকী রোববার"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮।
- "স্বাধীনতা পদক পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-০২-২৪।