মাত্রাই ইউনিয়ন

মাত্রাই ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.১০.৩৩.১৩।[2]

মাত্রাই
ইউনিয়ন
ডাকনাম: মাত্রাই ইউপি
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
উপজেলাকালাই উপজেলা
আসনজয়পুরহাট-২
সরকার
  চেয়ারম্যানআ ন ম শওকত হাবিব তালুকদার লজিক (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন[1]
  মোট১৯.৫৪ (বর্গ কিঃ মিঃ) কিমি ( বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1]
  মোট৩০,৩০০
সাক্ষরতার হার
  মোট৪৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

প্রাচীনকালে মাত্রাই এই জনপদ ছিল রাজকীয় । কথিত আছে, পরমা সুন্দরী রানী মাতারার নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় মাত্রাই । [3]

ভৌগলিক অবস্থান ও আয়তন

কালাই উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১০ কি.মি। এ ইউনিয়নের মোট আয়তন ১৯.৫৪ (বর্গ কিঃ মিঃ)।

প্রশাসনিক এলাকা

মাত্রাই ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। মাত্রাই ইউনিয়ন পরিষদের মোট গ্রামের সংখ্যা – ৩০ টি, মৌজার সংখ্যা – ২৬ টি, হাট/বাজার সংখ্যা -০৪ টি।

জনসংখ্যা

শিক্ষা ও সংস্কৃতি

অর্থনীতি ও যোগাযোগ

মাত্রাই ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Rajshahi Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  2. http://matraiup.joypurhat.gov.bd/site/page/fd862c5d-1aaf-11e7-8120-286ed488c766

বহিঃসংযোগ

টেমপ্লেট:জয়পুরহাট সম্পর্কিত নিবন্ধ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.