ইগর স্ট্রাভিনস্কি

ইগর স্ট্রাভিনস্কি (জুন ১৭, ১৮৮২এপ্রিল ৬, ১৯৭১) রুশ সঙ্গীতস্রষ্টা। তাকে ২০ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরকারদের মধ্যে গণ্য করা হয়।[1][2][3] টাইম ম্যাগাজিন তাকে ২০ শতকের ১০০জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রেখেছে। [4] ১৯৪৬ সালে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। তার সুর দেয়া যন্ত্রসঙ্গীত ছাড়াও তিনি পিয়ানোবাদক ও সঙ্গীত পরিচালক হিসাবে খ্যাতি অর্জন করেন।

ইগর স্ট্রাভিনস্কি
ইগর স্ট্রাভিনস্কি

তথ্যসূত্র

  1. Page 2006; Théodore and Denise Stravinsky 2004, vii.
  2. Anonymous 1940.
  3. Cohen 2004, 30.
  4. Glass 1998 .
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.