আন্তর্জাতিক শান্তি দিবস

বিশ্ব শান্তি দিবস বা আন্তর্জাতিক শান্তি দিবস জাতিসংঘ কর্তৃক প্রস্তাবিত একটি আন্তর্জাতিকভাবে পালিত দিন যা এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত বিশ্বের সকল দেশ ও সংগঠন কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়ে থাকে।

বিশ্ব শান্তি দিবস
জাতিসংঘের পতাকা
পালনকারীজাতিসংঘের সদস্য সকল দেশ
তারিখ২১ সেপ্টেম্বর

ইতিহাস

একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার (যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে) লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের "তৃতীয় মঙ্গলবার" জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পালিত অনুষ্ঠানমালা

"আন্তর্জাতিক শান্তি দিবস" উপলক্ষে প্রথমে জাতিসংঘের মহাসচিব "শান্তি ঘন্টা" বাজান ও বিশেষ বাণী প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দেশের শিল্পী, শিক্ষাবিদ ও মানবপ্রেমিকদের শান্তি দূত হিসেবে নিয়োগ করেন ও তাদের বিভিন্ন কর্মকান্ড স্মরণ করেন।

এছাড়াও বিভিন্ন দেশ ও সংস্থা তাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন।

♦ আন্তর্জাতিক শান্তি দিবস উৎযাপন- ২০১৮ ♦

"শান্তি আমার অধিকার" ( Right to Peace) অত্যান্ত অর্থবহ প্রতিপাদ্য নিয়ে ২১ শে সেপ্টেম্বর একটি স্মারক দিবস হিসাবে ৭০ তম আন্তর্জাতিক শান্তি দিবস - ২০১৮ উৎযাপন করা হয়েছে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.