ন্যান্সি ওলসন

ন্যান্সি অ্যান ওলসন (ইংরেজি: Nancy Ann Olson; জন্ম: ১৪ জুলাই ১৯২৮)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি সানসেট বলেভার্ড (১৯৫০) চলচ্চিত্রে বেটি শেয়ার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি উইলিয়াম হোল্ডেনের বিপরীতে চারটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং পরবর্তীতে ডিজনির দ্য অ্যাবসেন্ট-মাইন্ডেড প্রফেসর (১৯৬১) ও এর অনুবর্তী পর্ব সন অব ফ্লাবের (১৯৬৩) চলচ্চিত্র এবং এয়ারপোর্ট নাইনটিন সেভেন্টি ফাইভ (১৯৭৪) চলচ্চিত্রে অভিনয় করেন।

ন্যান্সি ওলসন
Nancy Olson
জন্ম
ন্যান্সি অ্যান ওলসন

(1928-07-14) ১৪ জুলাই ১৯২৮
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৪৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীঅ্যালান জে লার্নার (বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৫৭)
অ্যালান ডব্লিউ. লিভিংস্টন (বি. ১৯৬২; তার মৃত্যু ২০০৯)
সন্তান

ওলসন ১৯৮০-এর দশকে অভিনয় থেকে অবসর গ্রহণ করলেও তাকে পরবর্তীতে কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়। সর্বশেষ তিনি ২০১৪ সালে ডাম্বেলস চলচ্চিত্রে কাজ করেন।

প্রারম্ভিক জীবন

ওলসন ১৯২৮ সালের ১৪ই জুলাই উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হেনরি জন ওলসন ছিলেন একজন চিকিৎসক এবং মাতা ইভলিন বার্থা (জন্মনাম: বার্গস্ট্রম) ছিলেন সুয়েডীয় বংশোদ্ভূত।[1] তার এক ভাই রয়েছে, যার নাম ডেভিড।

তথ্যসূত্র

  1. "Nancy Olson Biography (1928-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.